• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মেলায় ক্রেন ভেঙে মৃত অন্তত ৪, আহত ৯

চেন্নাই, ২৩ জানুয়ারি– ভরা মেলায় ক্রেন ভেঙে মৃত্যু হল চার জনের। রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ তামিলনাড়ুর রানিপেট জেলায় এই ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় এক জন শিশুকন্যা-সহ প্রায় ৯ জন গুরুতর আহতও হয়েছেন। আহতদের পুন্নাই সরকারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, আরাককোনাম সরকারি হাসপাতাল এবং একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যদিও বলা হচ্ছে দুর্ঘটনায় অল্পের জন্য

চেন্নাই, ২৩ জানুয়ারি– ভরা মেলায় ক্রেন ভেঙে মৃত্যু হল চার জনের। রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ তামিলনাড়ুর রানিপেট জেলায় এই ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় এক জন শিশুকন্যা-সহ প্রায় ৯ জন গুরুতর আহতও হয়েছেন। আহতদের পুন্নাই সরকারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, আরাককোনাম সরকারি হাসপাতাল এবং একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যদিও বলা হচ্ছে দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে গেছেন প্রায় ১৫০০ পূর্ণার্থী।  কারণ দুর্ঘটনার সময় ক্রেনের আশপাশে প্রায় ১৫০০ জন পুণ্যার্থী উপস্থিত ছিলেন। 

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রানিপেট জেলার নেমিলির পাশে আরাককোনামের কিলিওয়েডি এলাকায় মান্দিয়াম্মান মন্দিরের সংলগ্ন স্থানে মাইলার উৎসবের আয়োজন করা হয়েছিল। ওই উৎসব উপলক্ষে মেলাও বসেছিল ওই মন্দিরের পাশে। সেখানেই এই বিপর্যয় ঘটে। ক্রেন চাপা পড়েই চার জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে তিন জনের নাম কে. মুথুকুমার (৩৯), এস. ভূপালন (৪০) এবং বি. জোথিবাবু (১৭)। এক জনের পরিচয় এখনও জানা যায়নি বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। ক্রেনচালককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।