হাদরাবাদ, ৬ নভেম্বর– তেলঙ্গানায় মসনদ দখলে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনকে ‘মাঠে’ নামিয়েছে কংগ্রেস৷ আগামী ৩০ নভেম্বর রাজ্যে বিধানসভা ভোট৷ জুবিলি হিলস বিধানসভার কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করার কথা রয়েছে আজহারের৷ আর তার আগে সেই দূর্নীতির জন্য তাঁর বিরুদ্ধে দায়ের হল চারটি মামলা৷ আর্থিক বেনিয়মের অভিযোগ তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে৷ ভোটের মুখে গুরুত্বপূর্ণ কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে মামলা দায়ের হওয়ায় অস্বস্তিতে দল৷ যদিও আজহারের দাবি, সব মিথ্যো, উদ্দেশ্যেপ্রণোদিতভাবে তাঁকে কালিমালিপ্ত করতে মামলা হয়েছে৷
রাচকোণ্ডা পুলিশের দায়ের অভিযোগে বলা হয়েছে, হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি থাকাকালিন আর্থিক বেনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন৷ একই অভিযোগ করা হয়েছে এইচসিএ-র আরও কয়েক জন সদস্যের বিরুদ্ধেও৷ ইতিমধ্যে মালকাজগিরি আদালতে চারটি মামলায় জামিনের আবেদন করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক৷
এই বিষয়ে আজহার বিবৃতি দিয়েছেন, ‘আমার সুখ্যাতি নষ্ট করার জন্য শত্রুপক্ষ মিথ্যে খবর ছড়াচ্ছে৷’ এক্স হ্যান্ডেলে আজহার লেখেন, ‘আমি দেখেছে যে সিইও আমার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে৷ স্পষ্ট কর দিতে চাই যে সম্পূর্ণ মিথ্যে এবং উদ্দেশ্যমূলক অভিযোগ, এর সঙ্গে আমার বিন্দুমাত্র যোগ নেই৷ সঠিক সময় উপযুক্ত জবাব দেব৷ আমি শক্তি হারাচ্ছি না, লড়াই চালিয়ে যাব৷’