মুম্বইয়ের বান্দ্রায় গাড়ি দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু ৩ জনের, আহত কমপক্ষে ১২

মুম্বই, ১০ নভেম্বর – মুম্বইয়ের বান্দ্রা টোল প্লাজায় গাড়ি দুর্ঘটনায় ঘটনাস্থলেই  মৃত্যু  হয়েছে ৩ জনের৷ গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ১০ থেকে ১২ জন৷ বৃহস্পতিবার রাতে বান্দ্রা-ওয়ারলি সি লিঙ্ক টোল প্লাজায় একটি ইনোভা গাড়ির সঙ্গে পাঁচটি গাড়ির সংঘর্ষে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে৷ ইনোভা গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে ছুটে আসছিল বলে জানা গিয়েছে৷ নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা পাঁচটি গাড়ির সঙ্গে ইনোভা গাড়িটির প্রবল সংঘর্ষ হলে ২ জন মহিলা-সহ ৩ জনের  মৃত্যু হয়৷ গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে৷

মুম্বই পুলিশ সূত্রে খবর, রাত ১০ টা নাগাদ একটি ইনোভা গাড়ি ওয়ারলি থেকে বান্দ্রার দিকে দ্রুতগতিতে ছুটে এসে টোল প্লাজার কাছে দাঁড়ানো একটি গাড়িকে ধাক্কা মারে৷ ধাক্কা মারার পরই ইনোভার চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন৷ গাড়ির গতি বেশি থাকায় গাড়িটি বান্দ্রা সি লিঙ্ক টোল প্লাজায় গাঁড়িয়ে থাকা আরও বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা মারে ৷ ঘটনাস্থলেই  মৃত্যু  হয় ৩ জনের৷ ঘাতক গাড়ির চালকও আহত হন৷ গাড়ির চালককে গ্রেফতার করে গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ৷

বান্দ্রার পুলিশ আধিকারিক কৃষ্ণকান্ত উপাধ্যায় জানান, টয়েটো ইনোভা গাড়িটি প্রথমে ১০০ মিটার দূরত্বে থাকা একটি মার্সেডিজ বেঞ্জ গাড়িকে ধাক্কা মারে৷ এরপরই ইনোভার চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন৷ দ্রুক গতি থাকায় সেই সময় আরও বেশ কয়েকটি ধাক্কা মারে ইনোভাটি৷ পর পর সংঘর্ষে ৩ জন প্রাণ হারান৷ আহতদের সকলকে বান্দ্রার ভাবা হালপাতালে ভর্তি করা হয়েছে৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে  ৷ জানা গিয়েছে দুর্ঘটনার সময় ইনোভাতে চালক-সহ ৩ জন ছিলেন৷ প্রাথমিক ভাবে গাড়ির চালকের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে