লাস ভেগাস, ৭ ডিসেম্বর– মার্কিন মুলুকে ক্রমশ বেডে়ই চলেছে বন্দুকবাজের হামলা৷ এবার বিশ্ববিদ্যালয়েও বন্দুকবাজের হামলা৷ এবার সেই তালিকায় লাস ভেগাসের এক বিশ্ববিদ্যালয়৷ সাতসকালেই গুলির আওয়াজে কেঁপে উঠল বিশ্ববিদ্যালয় চত্বর৷ সেই গুলিতে মৃতু্য হয়েছে তিন জনের৷ সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও একজন৷
এদিকে, ওই বন্দুকবাজেরও মৃতু্য হয়েছে বলেই জানিয়েছে পুলিশ৷ বুধবার লাস ভেগাস পুলিশের তরফে জানানো হয়েছে, নেভাদা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হামলা চালায় এক বন্দুকবাজ৷ এলোপাথাডি় গুলিতে একাধিক ব্যক্তির মৃতু্য হয়৷ জখমও হন অনেকে৷ শেষ খবর অনুযায়ী, হামলা চালানোর পর অভিযুক্ত বন্দুকবাজ গুলি চালিয়ে নিজের প্রাণও নিয়ে নেয়৷ মৃতদের পরিচয় এখনও জানা যায়নি৷ অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি একজন৷ লাস ভেগাস পুলিশের তরফে জানানো হয়েছে, নেভাদা বিশ্ববিদ্যালয়ের বিম হলে, যেখানে বিজনেস স্কুল ও অন্যান্য বিভাগগুলি রয়েছে, সেখানে ঢুকে পডে় বন্দুকবাজ৷ কমপক্ষে ৭-৮টি গুলি চালায়৷ পরে স্টুডেন্ট ইউনিয়নেও গুলি চলার খবর আসে৷ গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পডে়ন পড়ুয়ারা৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের তরফে পড়ুয়াদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে৷হোয়াইট হাউসের তরফেও জানানো হয়েছে, লাস ভেগাসের পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে৷