আস্তানা, ২৮ অক্টোবর–কাজাখস্তানের খনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড৷ প্রাণ হারালেন কমপক্ষে ২৫ জন৷ নিখোঁজ বহু৷ শনিবার এই দুর্ঘটনার কথা জানিয়েছে, খনিটির মালিক তথা পশ্চিমের অন্যতম ইস্পাত প্রস্তুতকারক সংস্থা আর্সেলর মিত্তল ৷ দুর্ঘটনার পর এই সংস্থায় বিনিয়োগ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ট টোকায়েভ৷ সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, যখন এই দুর্ঘটনাটি ঘটে তখন খনিতে কাজ করছিলেন আড়াইশোর কাছাকাছি মানুষ৷ যার মধ্যে এখনও পর্যন্ত ২৫ জনের মৃতু্যর খবর মিলেছে৷ ২০৮ জনকে সেখান থেকে বের করে আনা গিয়েছে৷ এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি কমপক্ষে ২৩ জনের৷ আহতদের পাঠানো হয়েছে চিকিৎসার জন্য৷ দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ৷ একই সঙ্গে তিনি সরকারকে নির্দেশ দিয়েছেন আর্সেলর মিত্তলে সমস্ত রকম বিনিয়োগ বন্ধ রাখার৷ এক বিবৃতি জারি করে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্থাটি জাতীয়করণ করার জন্য একটি চুক্তি চূড়ান্ত করা হয়েছে৷ প্রসঙ্গত, আর্সেলর মিত্তলই কাজাখস্তানের সর্ববৃহৎ ইস্পাত প্রস্তুতকারক সংস্থা৷