কলকাতা ,৬ জানুয়ারী — রাজ্যে পঞ্চায়েত ভোটার দামামা বেজে গিয়েছে আগেই । ইতিমধ্যেই বিভিন্ন দল নিজেদের প্রস্তুতি জোর কদমে শুরু করে দিয়েছেন। তার মাঝেই ২০২৩ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন। রাজ্যের মোট ভোটার ৭ কোটি ৫২ লক্ষ ৮ হাজার ৩৭৭ জন। নতুন ভোটার ১৩ লক্ষ ৩৩ হাজার ২৫১ জন। নাম বাদ গেছে ৪ লাখ ১৫ হাজার ২২৯ জনের। নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, আগের তুলনায় ১.২৪ শতাংশ ভোটার বেড়েছে এই রাজ্যে। দেশের যে কোনো জায়গা থেকে ভোটাধিকার প্রয়োগের সুবিধে দিতে রিমোট ভোটিং পদ্ধতি চালু করছে নির্বাচন কমিশন। এই পদ্ধতিতে একটি মেশিন থেকেই ৭২ টি কেন্দ্রে ভোট দেওয়া সম্ভব হবে. আগামী ১৬ জানুয়ারী জাতীয় ও আন্তর্জাতিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করবে নির্বাচন কমিশন।