জয়পুর, ২০ মে– শুক্রবার ২০০০ টাকা বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণা করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর তার পরের দিনই অর্থাৎ শনিবার রাজস্থানের একটি সরকারি অফিস থেকে উদ্ধার হল ২ কোটি ৩১ লক্ষ টাকা। সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে এক কেজি সোনাও!
অ্যাডিশনার ডিরেক্টর মহেশ গুপ্তার থেকে খবর পেয়ে জয়পুরের যোজনা ভবনে হানা দেয় জয়পুর পুলিশ। এরপরই সেই বহুতলে তল্লাশি অভিযানে নামে পুলিশ। সেখান থেকেই উদ্ধার করা হয় ২ কোটি ৩১ লক্ষ টাকা। পাওয়া গিয়েছে ১ কেজি সোনাও। ওই সরকারি বিভাগ থেকে ৭-৮ জনকে আটক করেছে পুলিশ।
কোথা থেকে এই পরিমাণ অর্থ এল, এর নেপথ্যে কারা জড়িত, তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। ওই অফিসের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনার কথা পৌঁছে দেওয়া হয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের কানেও।
নোট বাতিল হতে চলেছে, এই ঘোষণার পরই এই বিপুল পরিমাণ নগদ উদ্ধারের ঘটনাকে ঘিরে সরকারি দপ্তরে ছড়িয়েছে চাঞ্চল্য। যাঁদের আটক করা হয়েছে, তাঁদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার শিকড়ে পৌঁছনোর চেষ্টা করছে পুলিশ।