ফের দুই মৃতু্যতে উত্তাল ইম্ফল

ইম্ফল, ৯ নভেম্বর– গত তিন মাস ধরে জাতিদাঙ্গায় উত্তাল মণিপুর৷ সেনা নামিয়েও বাগে আনা যায়নি মেতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে শুরু হওয়া সংঘর্ষ৷ এবার অজ্ঞাতপরিচয় এক পুরুষ এবং মহিলার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছাড়ল মণিপুরের রাজধানী ইম্ফলে৷  দু’টি দেহ উদ্ধারের ঘটনা ঘিরে ইম্ফলে যাতে অশান্তি না ছড়ায়, তাই নিরাপত্তা আঁটাসাঁট করা হয়েছে৷ মহিলার দেহ উদ্ধার হয়েছে মঙ্গলবার রাতে এবং পুরুষের দেহ উদ্ধার হয় মঙ্গলবার৷ পুলিশ জানিয়েছে, যে দু’জনের দেহ উদ্ধার হয়েছে, তাঁদের হাত পিছমোড়া করে বাঁধা, মাথা ফুঁডে় দিয়েছে বন্দুকের গুলি৷ মৃতদের নাম এবং পরিচয় জানার চেষ্টা চলছে৷ মঙ্গলবার গভীর রাতে পূর্ব ইম্ফলের তাখোক মাপাল মাখা এলাকায় বছর চল্লিশের এক ব্যক্তির গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়৷ তার কয়েক ঘণ্টার মধ্যেই বুধবার তাইরেনপোকপি এলাকা থেকে মধ্যবয়সি এক মহিলার গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়৷ তাঁর মাথায় গুলির ক্ষত মিলেছে৷ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ৷
ঘটনাচক্রে, পশ্চিম ইম্ফলের কাংচুপ এলাকা থেকে সম্প্রতি চার জন নিখোঁজ হয়ে গিয়েছিলেন৷ প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, সেই চার জনের মধ্যে এক জন হতে পারেন উদ্ধার হওয়া এই মহিলা৷ সম্প্রতি দুই পড়ুয়ার দেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল মণিপুর৷ ওই দুই পড়ুয়াকে অপহরণ করে খুন করা হয় বলে অভিযোগ ওঠে৷ তার পরই এই দু’জনের গুলিবিদ্ধ দেহ উদ্ধারের ঘটনায় ইম্ফলে আবার উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে৷
মণিপুরের বিভিন্ন প্রান্তে এখনও মাঝেমধ্যেই অশান্তির ঘটনা ঘটছে৷ মঙ্গলবারও দফায় দফায় অশান্তি হয় কাংচুপ এলাকায়৷ পুলিশের সঙ্গে সংঘর্ষে ন’জন আহত হন৷ তাঁদের মধ্যে দুই পুলিশকর্মীও ছিলেন৷