প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘প্রধান প্রতিপক্ষ’ হিসেবে পরিচিত নাভালনির জেল হওয়ার পর থেকে তাকে প্রত্যন্ত পেনাল কলোনিতে রাখা হয়েছে। রাজধানী মস্কো থেকে ২৩৫ কিলোমিটার দূরে মেলেখোভোয় কারাগারে একটি হলরুম ৬ নং পেনাল কলোনিকে অস্থায়ী আদালতকক্ষ বানিয়ে সেখানে নাভালনির রুদ্ধদ্বার বিচার করা হয়েছে। তবে নাভালনি অভিযোগ অস্বীকার করছেন। নাভালনি শিবির জানিয়েছে, বিচারক তার চলমান সাজার মধ্যেই আরও ১৯ বছরের কারাদণ্ড দিয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় কৌসুঁলিরা তার ২০ বছর কারাদণ্ডের আবেদন করেছিলেন।
এদিকে এ রায়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন। প্রতারণা ও আদালত অবমাননাসহ সব মিলিয়ে বর্তমানে মোট সাড়ে ১১ বছরের সাজা ভোগ করছেন অ্যালেক্সেই নাভালনি।