রবিবার ফৈজাবাদ সার্কিট হাউজে মন্দির নির্মাণ নিয়ে দীর্ঘ বৈঠক করে শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট। বৈঠকে ১৫ জনের মধ্যে ট্রাস্টের ১৪ জন সদস্য উপস্থিত ছিলেন। ছিলেন মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র, ট্রাস্ট চেয়ারম্যান মোহান্ত নিত্য গোপাল দাস, সাধারণ সম্পাদক চম্পত রাই, ট্রেজারার গোবিন্দ দেব গিরি, সদস্য প্রীতধীশ্বর বিশ্বতীর্থ প্রসন্নচার্য, অনিল মিশ্র, মোহান্ত দীনেন্দ্র দাস, কামেশ্বর চৌপল এবং নীতীশ কুমার। সশরীরে না থাকলেও ভারচুয়ালি হাজির ছিলেন কেশব পরশারণ, যুগপুরুষ পরমানন্দ, বিমলেন্দ্র মোহন প্রতাপ এবং স্বরাষ্ট্র দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি সঞ্জয় কুমার।