ভুয়ো, দাবি মোদি সরকারের
দিল্লি, ১৩ অক্টোবর– গঙ্গাজলের উপরেও জিএসটি বসাচ্ছে সরকার! এই দাবি তুলে কেন্দ্রকে তোপ দাগল কংগ্রেস৷ হাত শিবিরের দাবি, লুটপাটের চরম সীমায় পৌঁছে গিয়েছে কেন্দ্র সরকার৷ তবে কেন্দ্রের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, গঙ্গাজল বা পুজোর কাজে ব্যবহূত কোনও জিনিসের উপরেই জিএসটি বসানো হচ্ছে না৷ প্রসঙ্গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় খবর ছড়ায়, পুজোয় ব্যবহূত নানা জিনিসের উপরে ১৮ শতাংশ জিএসটি বসিয়েছে কেন্দ্র৷ সোশ্যাল মিডিয়ার এই খবরের ভিত্তিতেই বৃহস্পতিবার কেন্দ্রকে একহাত নেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ এক্স প্ল্যাটফর্মে তিনি টু্যইট করেন, ‘জন্ম থেকে জীবনের শেষ পর্যন্ত সাধারণ ভারতীয়ের জীবনে গঙ্গার গুরুত্ব অপরিসীম৷ মোদিজী আপনি উত্তরাখণ্ডে রয়েছেন, কিন্ত্ত আপনার সরকার পবিত্র গঙ্গাজলের উপরে ১৮ জিসটি বসিয়েছে৷ যারা নিজের বাড়িতে রাখার জন্য গঙ্গাজল কেনেন, তাঁদের কথা একবারও ভেবে দেখেননি৷’
তবে গঙ্গাজলে জিএসটি বসানোর খবরটি একেবারে ভুয়ো বলে জানিয়েছে কেন্দ্রীয় শুল্ক বোর্ড৷ টু্যইট করে তাদের তরফে জানানো হয়, ‘২০১৭ সালে জিএসটি কাউন্সিলের বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় যে গঙ্গাজল ও অন্যান্য পুজোর সামগ্রীকে করের আওতাভুক্ত করা হবে না৷ ফলে কোনওদিনই এই সমস্ত জিনিসগুলোর উপরে কর বসানো হবে না৷’
গঙ্গাজলের উপরে জিএসটি বসানো ছাড়াও প্রধানমন্ত্রীকে মণিপুর ইসু্যতে তোপ দেগেছে কংগ্রেস৷ বৃহস্পতিবার উত্তরাখণ্ড সফরে পিথোরাগডে়র পার্বতী কুণ্ডে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর এই সফরের পরেই কংগ্রেস প্রশ্ন তোলে, অগ্নিগর্ভ মণিপুরে কবে যাবেন প্রধানমন্ত্রী?