দুবাই , ১৭ এপ্রিল – দুবাইয়ের এক আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে চার জন ভারতীয়। কেরলের এক দম্পতি ছাড়াও রয়েছেন ২ জন তামিলনাড়ুর বাসিন্দা। অগ্নিকাণ্ডে ৯ জন গুরুতর জখম হন। তাঁদের চিকিৎসা চলছে।
দুবাইয়ের ‘আল রাস’-এর এক বহুতলের ৪ তলায় শনিবার আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকম বাহিনী। ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ ভারতীয়ের মৃত্যু হয়েছে। ৪ জনকেই চিহ্নিত করা গেছে। তাঁদের মধ্যে কেরলের এক দম্পতিও রয়েছেন। বাকি ২জন তামিলনাড়ুর বাসিন্দা। ওই বহুতলেই কাজ করছিলেন তাঁরা। নাসির আরও জানিয়েছেন, ৪ ভারতীয়ের পাশাপাশি ৩ জন পাকিস্তানি এবং এক নাইজেরীয় মহিলার মৃত্যু হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছে দুবাই অসামরিক প্রতিরক্ষা বিভাগের একটি দল। তাদের প্রাথমিক তদন্তে জানা গেছে , শর্ট সার্কিট থেকে ঘটনা ঘটে থাকতে পারে। ওই বহুতলটিতে উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থাও ছিল না। তবে ঠিক কি কারণে এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।