অযোধ্যা, ২৪ এপ্রিল– অবশেষে রামলালার জলাভিষেক সম্পন্ন হল। ১৫৫ টি দেশের নদী থেকে আনা জলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাতে স্নান সারলেন প্রভু রাম।
উল্লেখ্য, দীর্ঘ আইনি লড়াইয়ের পর অযোধ্যায় তৈরি হচ্ছে রাম মন্দির । ভক্তরা দীর্ঘদিন ধরেই এই রাম মন্দির দেখার জন্য মুখিয়ে রয়েছেন। সব ঠিক থাকলে ২০২৪ সালের জানুয়ারি মাসে সর্বসাধারণের জন্য রাম মন্দিরের দরজা খুলে দেওয়া হবে বলেই জানা গিয়েছে। তার আগেই, গতকাল, ২৩ এপ্রিল অযোধ্যার রামমন্দিরে অনুষ্ঠিত হল জলাভিষেক অনুষ্ঠান। দিল্লির বিজেপি নেতা ও প্রাক্তন বিধায়ক বিজয় জলির তত্ত্বাবধানে আনা হয়েছে এই ১৫৫ নদীর জল।
রামলালার জলাভিষেকের জন্য যে সব দেশ থেকে জল আনা হয়েছে, সেই সব দেশের তালিকায় রয়েছে নেপাল, ভুটান, বাংলাদেশ, তানজানিয়া, নাইজেরিয়া, আমেরিকা, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, পাকিস্তান, চিন, উজবেকিস্তান-সহ আরও একাধিক দেশ। এমনকি অ্যান্টার্কটিকা থেকেও জল আনা হয়েছিল জলাভিষেকের জন্য!