মাত্র একজন ভোটারের ভোট নিতে গোটা একটা বুথ নিৰ্মান হবে তাও গির অরণ্যে। সেখানে ১৫ ভোটকর্মী যাবেন সেই একজনের ভোট নিতে।
গুজরাতের আসন্ন বিধানসভা নির্বাচনে গভীর গির অরণ্যের ভিতর একজন ভোটারের ভোট গ্রহণের জন্য রাখা হবে একটি পূর্ণাঙ্গ বুথ।
বৃহস্পতিবার গুজরাত বিধানসভার ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, গির অরণ্যের ভিতর অবস্থিত বানেজ গ্রামে বসবাসকারী ভারতদাস দর্শনদাসের জন্য একটি ভোটকেন্দ্র তৈরি করা হবে। ১৫ জনের একটি দল যাবে এই একক ভোটারের কাছ থেকে ভোট নেওয়ার জন্য।
তিনি বলেন- ভরতদাস তার গ্রামের বাইরে এসে ভোট দিতে চান না। তাই তার জন্য পোলিং বুথ ও পোলিং টিম পাঠানো হবে। প্রসঙ্গত, গুজরাতের দৃষ্টান্তই প্রথম নয়। কেরলের পাহাড়ি এলাকায় কয়েক বছর আগে একজন ভোটারের জন্য বুথ তৈরি করা হত। একটি সরকারি প্রকল্পের জন্য সেই গ্রামের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়েছিল সরকার। কিন্তু এক বৃদ্ধ বাসিন্দা পৈতৃক ভিটে ছেড়ে যেতে চাননি। ভোটের সময় নির্বাচন কমিশন তাঁর ভোট গ্রহণের জন্য বুথ তৈরি করত। প্রথমে রাজ্য নির্বাচন দফতর তাঁকে প্রস্তাব দেয় গাড়ি করে পার্শ্ববর্তী বুথে তাঁকে নিয়ে যাওয়া হবে ভোটের দিন। কিন্তু রাজি হননি বৃদ্ধ। বিষয়টি শেষ পর্যন্ত তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশির নজরে আনা হয়। তিনি নির্দেশ দেন, ভোটারের ইচ্ছানুযায়ী তাঁর গ্রামেই যেন বুথের ব্যবস্থা করা হয়।