• facebook
  • twitter
Thursday, 10 April, 2025

মধ্যপ্রদেশে পাহাড়ি পথে ট্রেলার-বাসের রেষারেষির বলি ১৪

লখনউ, ২২ অক্টোবর– মধ্যপ্রদেশের রোবাতে শুক্রবার গভীর রাতে মালবাহী ভারী ট্রেলারের সঙ্গে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল ১৪ জনের । আহত ৩৫ জন। তাঁদের মধ্যে জনা কুড়ির অবস্থা গুরুতর। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে রাত ১২ টা নাগাদ ৩০ নম্বর জাতীয় সড়কে। পাহাড়ি পথে নামার সময় বাসটি সামনে থাকা ট্রেলারটিতে প্রচণ্ড গতিতে ধাক্কা মারে। জানা গিয়েছে, যাত্রীবাহী

লখনউ, ২২ অক্টোবর– মধ্যপ্রদেশের রোবাতে শুক্রবার গভীর রাতে মালবাহী ভারী ট্রেলারের সঙ্গে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল ১৪ জনের । আহত ৩৫ জন। তাঁদের মধ্যে জনা কুড়ির অবস্থা গুরুতর।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে রাত ১২ টা নাগাদ ৩০ নম্বর জাতীয় সড়কে। পাহাড়ি পথে নামার সময় বাসটি সামনে থাকা ট্রেলারটিতে প্রচণ্ড গতিতে ধাক্কা মারে।

জানা গিয়েছে, যাত্রীবাহী বাসটি হায়দরাবাদ থেকে গোরখপুর যাচ্ছিল। বাসটিতে যারা ছিলেন তারা সকলেই শ্রমিক। দীপাবলি উপলক্ষ্যে ছুটি নিয়ে বাড়ি ফিরছিলেন।