• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

ইজরায়েলের হামলায় রেহাই পেলেন না গাজার হাসপাতালের মুমূর্ষু ১২ রোগীও

গাজা, ২০ নভেম্বর– গাজর হাসপাতালে ইজরায়েলের হামলায় নতুন করে আরও ১২ জনের মৃতু্য হয়েছে৷ সোমবার হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রক এই তথ্য জানিয়েছে৷ হাসপাতালের অনেক মুমূর্ষু রোগীও ইজরায়েলের হামলায় নিহত হয়েছেন৷ গুরুতর জখম বেশ কয়েক জন৷ গাজা শহরের ইন্দোনেশিয়ান একটি হাসপাতালে সোমবার নতুন করে হামলা চালায় ইজরায়েলি বাহিনী৷ স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, ‘যে

গাজা, ২০ নভেম্বর– গাজর হাসপাতালে ইজরায়েলের হামলায় নতুন করে আরও ১২ জনের মৃতু্য হয়েছে৷ সোমবার হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রক এই তথ্য জানিয়েছে৷ হাসপাতালের অনেক মুমূর্ষু রোগীও ইজরায়েলের হামলায় নিহত হয়েছেন৷ গুরুতর জখম বেশ কয়েক জন৷
গাজা শহরের ইন্দোনেশিয়ান একটি হাসপাতালে সোমবার নতুন করে হামলা চালায় ইজরায়েলি বাহিনী৷ স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, ‘যে ১২ জনের মৃতু্য হয়েছে, তাঁরা মূলত রোগী৷ তা ছাড়া, তাঁদের পরিজনেরাও কেউ কেউ মারা গিয়েছেন৷ অনেকে গুরুতর জখম৷’ হাসপাতালটির ভিতরে অন্তত ৭০০ জন এখনও আটকে আছেন বলে দাবি কর্তৃপক্ষের৷ স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ৭০০ জনকে বাইরে থেকে ঘিরে রেখেছে ইজরায়েলি ফৌজ৷ তাঁদের বেরোতে দেওয়া হচ্ছে না৷
গাজার বৃহত্তম হাসপাতাল আল-শিফাতেও ইজরায়েল হামলা চালিয়েছে৷ ফৌজের তরফে দাবি, ওই হাসপাতালের নীচে সুড়ঙ্গ পাওয়া গিয়েছে৷ হাসপাতালটিকে যে প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী ঘাঁটি হিসাবে ব্যবহার করছে, সুড়ঙ্গের ছবি প্রকাশ করে সেই দাবি আরও জোরালো করেছে ইজরায়েল৷