দিল্লি,২ নভেম্বর– ভোট বড় বালাই। সেই ভোট বাজারে ঘর গোছাতে ১১,৪০০ কোটি টাকার নির্বাচনী বন্ড ছাপাল কেন্দ্র। গুজরাট ও হিমাচল প্রদেশের নির্বাচনের আগে ১ কোটি টাকার ১০,০০০ নির্বাচনী বন্ড ছাপিয়েছে কেন্দ্রের মোদি সরকার। এবং তা বিক্রিও হয়েছে ১-১০ অক্টোবরের মধ্যে। গত শনিবার তথ্যের অধিকার আইনে দু’টি আবেদনের জবাবে এই তথ্য জানিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)।
৯ অক্টোবর, আরটিআই কর্মী কানহাইয়া কুমারকে এসবিআইয়ের তরফে জানানো হয়েছ, ২০১৯ সালে নাসিকের ইন্ডিয়া সিকিউরিটি প্রেস থেকে মোট ১১,৪০০ কোটি টাকার নির্বাচনী বন্ড ছাপানো হয়েছে। এর মধ্যে বিভিন্ন মূল্যের (১ হাজার, ১০ হাজার, ১ লক্ষ, ১০ লক্ষ এবং ১ কোটি টাকার) নির্বাচনী বন্ড আছে। এসবিআই আরও জানিয়েছে, চলতি বছর সরকার আবার নতুন করে ১ কোটি টাকা মূল্যের ১০,০০০টি নতুন করে নির্বাচনী বন্ড ছাপিয়েছে। যেখানে, গত জুলাই মাসের পরে সরকারের ঘরে ১ কোটি টাকার ৫,০৬৮টি নির্বাচনী বন্ড অবিক্রীত অবস্থায় রয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালে প্রথম নির্বাচনী বন্ড চালু করে মোদি সরকার। তারপর থেকে ২৪,৬৫০টি ১ কোটি টাকার নির্বাচনী বন্ড ছাপিয়েছে কেন্দ্র। এর মধ্যে এসবিআইয়ের মাধ্যমে ১০,১০৮টি বিক্রি হয়েছে। তবে, এই পরিসংখ্যানে নতুন ১ কোটি টাকার ১০,০০০ নির্বাচনী বন্ডের তথ্য সংযোজিত হয়নি। নির্বাচনী বন্ড নিয়ে দ্বিতীয় আরটিআই করেছিলেন লোকেশ বাত্রা নামে এক অবসরপ্রাপ্ত নৌসেনা আধিকারিক।
তাঁর প্রশ্নের উত্তরে গত ১৯ আগস্ট ইন্ডিয়া সিকিউরিটি প্রেস-এর তরফে বলা হয়, সরকার মোট ৬,৬৪,২৫০টি নির্বাচনী বন্ড ছাপানোর জন্য ১.৮৫ কোটি টাকা খরচ করেছে। সোমবার কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, “বিজেপির আচরণে গণতান্ত্রিক ব্যবস্থার ক্ষতি হচ্ছে। নির্বাচনী বন্ডের সাহায্যে বিধায়ক কিনে একের পর এক সরকার ফেলে দিচ্ছে।’’