• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

মুম্বই বিমানবন্দরে শুল্ক দফতরের হাতে ধৃত ১১ জন বিদেশি সোনা পাচারকারী 

মুম্বাই ,২৮ জানুয়ারী — বিদেশ থেকে সোনা পাচার করতে গিয়ে মুম্বই বিমানবন্দরে শুল্ক দফতরের হাতে ধরা পড়ল ১১ জন বিদেশি নাগরিক। ধৃতেরা সকলেই শারজা থেকে মুম্বইয়ে নামে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সোমবার শারজা থেকে মুম্বই বিমানবন্দরে নামার পর ওই ১১ জন যাত্রীর আচরণে শুল্ক দফতরের আধিকারিকদের সন্দেহ হয়। তাদের আটক করে উদ্ধার হয় ৮ কেজি

মুম্বাই ,২৮ জানুয়ারী — বিদেশ থেকে সোনা পাচার করতে গিয়ে মুম্বই বিমানবন্দরে শুল্ক দফতরের হাতে ধরা পড়ল ১১ জন বিদেশি নাগরিক। ধৃতেরা সকলেই শারজা থেকে মুম্বইয়ে নামে।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সোমবার শারজা থেকে মুম্বই বিমানবন্দরে নামার পর ওই ১১ জন যাত্রীর আচরণে শুল্ক দফতরের আধিকারিকদের সন্দেহ হয়। তাদের আটক করে উদ্ধার হয় ৮ কেজি ৩০০ গ্রাম সোনা। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য বর্তমানে চার কোটি ১৪ লক্ষ টাকা। সোনা গুঁড়ো করে নিয়ে আসা হয়েছিল। যাত্রীদের শরীরের মধ্যে মোমের মোড়কে লুকানো ছিল সোনা।
গত কয়েক মাসে সোনা উদ্ধারের পরিমাণ উল্লেখযোগ্য ভাবে বেড়েছে।  গত বছর ডিসেম্বরে শুল্ক দফতর কোঝিকোড় বিমানবন্দরে প্রায় ৯৭ লক্ষ টাকার সোনা আটক করে।গত জানুয়ারিতে কোচি বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে প্রায় ৪৩৩ গ্রাম সোনা আটক করা হয়, যার বাজার দর ২০ লক্ষ টাকা। ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে সিআইএসএফের হাতে ৩ কেজি সোনা-সহ আটক হন এক ব্যক্তি।