• facebook
  • twitter
Friday, 22 November, 2024

এবার আট দিনে ১০৮! মহারাষ্ট্রের সরকারি হাসপাতালে মৃতু্যর নয়া রেকর্ড

মুম্বই, ১১ অক্টোবর– কয়েকদিন কাটতে না কাটতেই ফের মহারাষ্ট্রে মৃতু্যমিছিল৷ এবার ৮ দিনে মৃতু্য হয়েছে ১০৮ জনের৷ যার মধ্যে ২৪ ঘণ্টায় প্রাণ গিয়েছে ১১ জন রোগীর৷ উল্লেখ্য, অক্টোবর মাসের প্রথমেই খবরের শিরোনামে উঠে এসেছিল মহারাষ্ট্রের নান্দেড় জেলার শঙ্করাও চব্যন সরকারি হাসপাতালটি৷ এই  হাসপাতালে ৪৮ ঘণ্টায় মৃতু্য হয়ছিল ৩১ জন রোগীর৷ ভয়াবহ ঘটনাটিতে প্রশ্নের মুখে পডে়ছিল

মুম্বই, ১১ অক্টোবর– কয়েকদিন কাটতে না কাটতেই ফের মহারাষ্ট্রে মৃতু্যমিছিল৷ এবার ৮ দিনে মৃতু্য হয়েছে ১০৮ জনের৷ যার মধ্যে ২৪ ঘণ্টায় প্রাণ গিয়েছে ১১ জন রোগীর৷
উল্লেখ্য, অক্টোবর মাসের প্রথমেই খবরের শিরোনামে উঠে এসেছিল মহারাষ্ট্রের নান্দেড় জেলার শঙ্করাও চব্যন সরকারি হাসপাতালটি৷ এই  হাসপাতালে ৪৮ ঘণ্টায় মৃতু্য হয়ছিল ৩১ জন রোগীর৷ ভয়াবহ ঘটনাটিতে প্রশ্নের মুখে পডে়ছিল সে রাজ্যের প্রশাসন৷ গতবারের ঘটনায় স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে নিজেদের অসহায়তার কথা জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ৷ জানানো হয়েছিল, যথেষ্ট পরিমাণে ওষুধ মজুত না থাকার কথাও৷ যদিও এবার সেই দাবি উডি়য়ে দিয়েছেন সংশ্লিষ্ট হাসপাতালের ডিন৷
এই হাসপাতালেই পরপর চিকিৎসাধীন অবস্থায় রোগী মৃতু্যর ঘটনা ঘটেছে৷ যা চাউর হতেই দেশ জুডে় সমালোচনার মুখে পডে় একনাথ শিন্ডের সরকার৷ কিন্ত্ত এরপরও পরিস্থিতি যে এতটুকু বদলায়নি তারই প্রমাণ মিলল সম্প্রতি৷ এবার আটদিনে ১০৮ জন রোগীর মৃতু্যর ঘটনাতে ফের কাঠগড়ায় সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ৷
এদিকে ঘটনাটি ‘স্বাভাবিক’ বলেই মত ওই হাসপাতালের ডিনের৷ এপ্রসঙ্গে তিনি বলেন, ‘গত ২৪ ঘন্টায়  ১,১০০ জনেরও বেশি রোগীকে ডাক্তাররা পরীক্ষা করেছেন৷ ১৯১ জন নতুন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ গড় মৃতু্যর সংখ্যা ২৪ ঘণ্টায় ১৩ জন ছিল আগে, এখন তা কমে হয়েছে ১১ জন৷ জন্মগত সমস্যার কারণেই সদ্যোজাতদের মৃতু্য হয়েছে৷’
হাসপাতালে পর্যাপ্ত ওষুধ না থাকার তত্ত্বও মানতে নারাজ ডিন৷ তাঁর দাবি, হাসপাতালে পর্যাপ্ত ওষুধ রয়েছে এবং কর্মীরা সমস্ত রোগীদের সাহায্য করছেন৷ তিন মাসের ওষুধ স্টক করা হয় বলেও জানিয়ছেন তিনি৷ ওষুধের অভাবে নয়, বরং শারীরিক সমস্যাতেই এত সংখ্যক রোগীর মৃতু্যর হয়েছে বলে মত হাসপাতাল কর্তৃপক্ষের৷ এদিকে ঘটনাটিতে কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চবন অভিযোগ করেছেন, নান্দের জেলা হাসপাতালে ৬০ জন শিশুকে ভর্তি করা হয়েছে৷ তাদের দেখভালের জন্য নার্সের সংখ্যা মোটে তিনজন৷
ঘটনাটি চারিদিকে ছডি়য়ে পড়তেই টনক নডে় স্থানীয় সাংসদ সাংসদ হেমন্ত প্যাটেলের৷ তারপরই হাসপাতালের নোংরা বাথরুম দেখে চটে যান তিনি, ডিনকে অবিলম্বে তা পরিষ্কার করার নির্দেশ দেন৷ ডিনের নিজের হাতে হাসপাতালের নোংরা বাথরুম পরিষ্কার করার ভিডিও ভইরাল হয় সোশ্যাল মিডিয়ায়৷