দিল্লি, ২৫ ডিসেম্বর– যেদিন প্রথম এআই বা বা কৃত্তিম বুদ্ধিমত্তার প্রকাশ ঘটে সেদিনই তাকে নিয়ে আশঙ্কার কালো মেঘ ঘনিয়ে উঠেছে বিশেষজ্ঞমহলে৷ এমনকী এআইয়ের সৃষ্টিকর্তাই আশঙ্কা প্রকাশ করেছিলেন, এর প্রয়োগে কোপ পড়তে পারে মানবজাতির চাকরির ওপর৷ কয়েক বছরের মধ্যেই মানুষের চাকরির বাজারে দখল নেবে এআই৷
সেই আশঙ্কাই যেন সত্যি হতে দেখা গেল নতুন বছরের আগেই৷ ফের কর্মী ছাঁটাই পেটিএমে৷ পটিএম নামক অনলাইন আর্থিক লেনদেন সংস্থা হাজার জনের বেশি কর্মীকে ছাঁটাই করল৷ শুধু তাই নয়, নতুন বছরে আরও ছাঁটাই হতে পারে, সেই আভাসও দিয়ে রাখল পেটিএমের পেরেন্ট কোম্পানি ওয়ান৯৭ কমিউনিকেশন! ছাঁটাই প্রসঙ্গে পেটিএম-এর মুখপাত্র জানান, এআই-এর সাহায্যে কাজগুলি স্বয়ংক্রিয়ভাবে করে নেওয়া হচ্ছে৷ সংস্থাকে আরও দক্ষ ও কর্মক্ষম করে তুলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এর ফলে সংস্থার খরচও কমবে৷ তাই সামান্য কর্মীসংখ্যা হ্রাস করা হয়েছে৷ এআই-এর মাধ্যমে কোম্পানির কর্মীদের জন্য খরচ ১০-১৫ শতাংশ কমেছে বলেও উল্লেখ করেছেন পেটিএম মুখপাত্র৷
সংবাদমাধ্যম সূত্রের খবর, পেটিএম এআই নিয়ে কাজ করছে৷ এতে এআই প্রযুক্তি যুক্ত করা হয়েছে৷ যা খুবই খরচ সাপেক্ষ৷ তাই খরচ কমানোই কোম্পানির মূল লক্ষ্য৷ তার জেরেই সেলস এবং ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন বিভাগ থেকে কর্মী ছাঁটাই করা হয়েছে৷ গত অক্টোবর থেকেই এই ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করেছিল পেটিএমের মূল সংস্থা ওয়ান৯৭ কমিউনিকেশন লিমিটেড৷ আগামীতেও আরও কর্মী ছাঁটাই হতে পারে৷ তবে এই প্রথম নয় যখন পেটিএম কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে৷ পেটিএম আগেও কয়েক দফায় কর্মী ছাঁটাই করেছে৷ পেটিএম-এর প্রায় ১০ শতাংশ কর্মী বিগত কয়েক মাসে চাকরি হারিয়েছেন৷ এদিকে সংস্থার অর্থনৈতিক কাঠামোকেও নতুন ধাঁচে গডে় তুলছে পেটিএম৷ এরই মধ্যেই বিনিয়োগের ঘাটতি দেখা দিয়েছে৷ মনে করা হচ্ছে, এই ছাঁটাইয়ের ফলে ১০ শতাংশ খরচ কমতে পারে কোম্পানির৷ পেটিএম জানিয়েছে, ‘আমরা কর্মীদের খরচ ১০-১৫ শতাংশ বাঁচাতে সক্ষম হব৷ কারণ এআই আমাদের প্রত্যাশার চেয়ে বেশি কাজ করছে৷ মূলত কাজের ক্ষেত্র মূল্যায়ন করেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷’