• facebook
  • twitter
Friday, 20 September, 2024

এআই লাগিয়েই চাকরি গেল হাজার জনের!

দিল্লি, ২৫ ডিসেম্বর– যেদিন প্রথম এআই বা বা কৃত্তিম বুদ্ধিমত্তার প্রকাশ ঘটে সেদিনই তাকে নিয়ে আশঙ্কার কালো মেঘ ঘনিয়ে উঠেছে বিশেষজ্ঞমহলে৷ এমনকী এআইয়ের সৃষ্টিকর্তাই আশঙ্কা প্রকাশ করেছিলেন, এর প্রয়োগে কোপ পড়তে পারে মানবজাতির চাকরির ওপর৷ কয়েক বছরের মধ্যেই মানুষের চাকরির বাজারে দখল নেবে এআই৷ সেই আশঙ্কাই যেন সত্যি হতে দেখা গেল নতুন বছরের আগেই৷ ফের

দিল্লি, ২৫ ডিসেম্বর– যেদিন প্রথম এআই বা বা কৃত্তিম বুদ্ধিমত্তার প্রকাশ ঘটে সেদিনই তাকে নিয়ে আশঙ্কার কালো মেঘ ঘনিয়ে উঠেছে বিশেষজ্ঞমহলে৷ এমনকী এআইয়ের সৃষ্টিকর্তাই আশঙ্কা প্রকাশ করেছিলেন, এর প্রয়োগে কোপ পড়তে পারে মানবজাতির চাকরির ওপর৷ কয়েক বছরের মধ্যেই মানুষের চাকরির বাজারে দখল নেবে এআই৷
সেই আশঙ্কাই যেন সত্যি হতে দেখা গেল নতুন বছরের আগেই৷ ফের কর্মী ছাঁটাই পেটিএমে৷ পটিএম নামক অনলাইন আর্থিক লেনদেন সংস্থা হাজার জনের বেশি কর্মীকে ছাঁটাই করল৷ শুধু তাই নয়, নতুন বছরে আরও ছাঁটাই হতে পারে, সেই আভাসও দিয়ে রাখল পেটিএমের পেরেন্ট কোম্পানি ওয়ান৯৭ কমিউনিকেশন! ছাঁটাই প্রসঙ্গে পেটিএম-এর মুখপাত্র জানান, এআই-এর সাহায্যে কাজগুলি স্বয়ংক্রিয়ভাবে করে নেওয়া হচ্ছে৷ সংস্থাকে আরও দক্ষ ও কর্মক্ষম করে তুলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এর ফলে সংস্থার খরচও কমবে৷ তাই সামান্য কর্মীসংখ্যা হ্রাস করা হয়েছে৷ এআই-এর মাধ্যমে কোম্পানির কর্মীদের জন্য খরচ ১০-১৫ শতাংশ কমেছে বলেও উল্লেখ করেছেন পেটিএম মুখপাত্র৷
সংবাদমাধ্যম সূত্রের খবর, পেটিএম এআই নিয়ে কাজ করছে৷ এতে এআই প্রযুক্তি যুক্ত করা হয়েছে৷ যা খুবই খরচ সাপেক্ষ৷ তাই খরচ কমানোই কোম্পানির মূল লক্ষ্য৷ তার জেরেই সেলস এবং ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন বিভাগ থেকে কর্মী ছাঁটাই করা হয়েছে৷  গত অক্টোবর থেকেই এই ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করেছিল পেটিএমের মূল সংস্থা ওয়ান৯৭ কমিউনিকেশন লিমিটেড৷ আগামীতেও আরও কর্মী ছাঁটাই হতে পারে৷ তবে এই প্রথম নয় যখন পেটিএম কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে৷ পেটিএম আগেও কয়েক দফায় কর্মী ছাঁটাই করেছে৷ পেটিএম-এর প্রায় ১০ শতাংশ কর্মী বিগত কয়েক মাসে চাকরি হারিয়েছেন৷ এদিকে সংস্থার অর্থনৈতিক কাঠামোকেও নতুন ধাঁচে গডে় তুলছে পেটিএম৷ এরই মধ্যেই বিনিয়োগের ঘাটতি দেখা দিয়েছে৷ মনে করা হচ্ছে, এই ছাঁটাইয়ের ফলে ১০ শতাংশ খরচ কমতে পারে কোম্পানির৷ পেটিএম জানিয়েছে, ‘আমরা কর্মীদের খরচ ১০-১৫ শতাংশ বাঁচাতে সক্ষম হব৷ কারণ এআই আমাদের প্রত্যাশার চেয়ে বেশি কাজ করছে৷ মূলত কাজের ক্ষেত্র মূল্যায়ন করেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷’