ভদোদরা, ৫ নভেম্বর– নাগরিকত্ব ও ভোটাধিকার দুই পেল পাকিস্তান থেকে আসা ১ হাজার হিন্দু। ভারতের নাগরিকত্ব পাওয়া ১ হাজার হিন্দুরা এবার গুজরাতের আসন্ন বিধানসভা প্রথমবার ভোট দেবেন। এরা সকলেই পাকিস্তান থেকে বিতাড়িত হিন্দু। মূলত আমদাবাদ ও গান্ধীনগরে এরা ভোটদান করবেন।
নাগরিকত্ব নিয়ে গুজরাত খবরের শিরোনাম হয়েছিল এ সপ্তাহের গোড়াতেও। গুজরাতের দুই জেলা মেহসেনা এবং আনন্দের জেলা শাসকদের কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তি মারফৎ নির্দেশ দেওয়া হয়, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে বিতাড়িত হয়ে আসা সে দেশের সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ এবং জৈনদের নাগরিরত্বের সার্টিফিকেট ইস্যু করতে হবে। ওই সূত্রেই জানা যায়, গত অগস্টে গুজরাতের স্বরাষ্ট্র মন্ত্রী হর্ষ সঙ্গভি পাকিস্তান থেকে আসা ৪০ জন হিন্দুকে ভারতের নাগরিকত্ব দিয়েছেন। এছাড়া ২০১৭ থেকে এ পর্যন্ত গুজরাতে ১ হাজার ৩২ জনকে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছে যারা পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে চলে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান ও জৈন ধর্মাবলম্বী।