হায়দরাবাদ, ২৫ জানুয়ারি– বাংলাকেও ছাড়িয়ে গেল তেলেঙ্গানা৷ এক-দুই নয় পুরো ১০০ কোটি৷ তাও কিনা একজন সরকারি কর্মীর বাড়িতে৷ শুধু কি থরে থরে সাজানো বান্ডিল বান্ডিল নোট, তারসঙ্গে ব্রিফকেসে নামী ব্র্যান্ডের ঘডি়, আইফোন, আইপ্যাড৷ তেলঙ্গানায় এক সরকারি আধিকারিকের বাডি়তে তল্লাশি চালাতে গিয়ে চক্ষু চড়কগাছ দুর্নীতি দমন শাখা (এসিবি) আধিকারিকদের৷
দিনভর বাডি় ও অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার হল ১০০ কোটির হিসাব বহির্ভূত সম্পত্তি৷ জানা গিয়েছে, ওই আধিকারিক তেলঙ্গানার রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির সেক্রেটারি শিব বালাকৃষ্ণ৷ তিনি হায়দরাবাদ মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির ডিরেক্টরও ছিলেন৷ দুর্নীতি দমন শাখার অভিযোগ, কোটি কোটি টাকা অর্থের বিনিময়ে বিভিন্ন আবাসন সংস্থাকে পারমিট পাইয়ে দিয়েছেন তিনি৷ এখনও তল্লাশি চলছে তাঁর বাডি়, অফিস-সহ বিভিন্ন জায়গায়৷ বুধবার ভোর থেকে মোট ২০টি জায়গায় তল্লাশি শুরু করে দুর্নীতি দমন শাখা৷ এর মধ্যে বালাকৃষ্ণের বাডি় এবং অফিস ছাড়াও তাঁর আত্মীয়দের বাডি়তেও তল্লাশি চলে৷
সূত্রের খবর, তল্লাশি অভিযানে বালাকৃষ্ণের বাডি় থেকে ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে৷ এর মধ্যে নগদ ৪০ লক্ষ টাকা, ২ কেজি সোনার গয়না, ৬০টি দামি বিদেশি ব্র্যান্ডের ঘডি়, ১৪টি আইফোন, ১০টি ম্যাক বুক ও আইপ্যাড, একাধিক ইলেকট্রনিক গ্যাজেট, ব্যাঙ্ক ডিপোজিট ও ফ্ল্যাটের নথি উদ্ধার হয়েছে৷ তাছাড়াও হিসাব বহির্ভূত সম্পত্তি রয়েছে আরও৷