দিল্লি, ১০ অক্টোবর–প্রবল বৃষ্টির জেরে ভেঙে পড়ল বাড়ি। আর সেই বাড়ির তলায় চাপা পড়ে মৃত্যু হয়েছে এক শিশুর। আহত হয়েছেন অন্তত ১০ জন।
গত কয়েকদিন ধরেই প্রবল বৃষ্টিপাত চলছে দিল্লি, গুরুগ্রাম, নয়ডা এলাকায়। রবিবার সন্ধ্যে নাগাদ দিল্লি লাহোরি গেটের কাছে আচমকাই একটি জরাজীর্ণ বাড়ি ধসে পড়ে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পুলিশ এবং মেডিকেল দল। সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় দমকলের ৫টি ইঞ্জিন। সেগুলি উদ্ধারকাজ শুরু করে। সেখান থেকেই ৪ বছর বয়সি এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় আরও ১০ জনকে উদ্ধার করা হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী ধ্বংসস্তূপের নীচে থেকে আরও ২ জনকে উদ্ধার করা হয়েছে। তবে তাঁরা বেঁচে রয়েছেন কিনা তা এখনও নিশ্চিত ভাবে বলা যায়নি।
লাগাতার বৃষ্টির কারণে গাজিয়াবাদ, নয়ডা, আগ্রা, নৈনিতাল, দেরাদুন, কানপুর সহ উত্তরপ্রদেশের মোট ১৪টি জেলায় স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।