উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশনের কারণে রক্ত খুব দ্রুত আপনার রক্তনালীর ভেতর দিয়ে প্রবাহিত হয়। এতটাই জোরে প্রবিাহিত হয় যা ঘটিয়ে দিতে পারে হার্ট অ্যাটাক, স্ট্রোক বা কিডনি রোগ। ভয়ের বিষয় হলো, অনেকেই জানেন না আপনার উচ্চ রক্তচাপ আছে। কারণ আপনি হয়ত কোনো দিন মেপেই দেখেননি।
উচ্চ রক্তচাপের কিছু লক্ষণ আছে। যেমন-
১. বুক ব্যাথা
২. শ্বাস নিতে কষ্ট হওয়া
৩. প্রস্রাবে রক্ত
৪. আপনার বুকে, ঘাড় বা কানে ধাক্কা লাগার মতো অনুভূতি
৫. তীব্র মাথাব্যথা
৬. নাক দিয়ে রক্ত পড়া
৭. ক্লান্তি
এগুলো কারণ ছাড়াও রয়েছে অরেকটি কারণ। সেই কারণটি হলো-
চোখে লাল দাগ
আপনার চোখের ভেতরে লাল দাগ উচ্চ রক্তচাপের লক্ষণ হতে পারে। এটি ছিঁড়ে যাওয়া রক্তনালীর কারণে হতে পারে। রক্তনালী ছিঁড়ে রক্ত বের হয়ে গেলে এই অবস্থার সৃষ্টি হয়। এটি সাধারণত চোখের সাদা অংশে লাল দাগ সৃষ্টি করে। আপনার চোখ যদি সবময়ের জন্য লাল থাকে তাহলে পরীক্ষা করুন।
উচ্চ রক্তচাপ চোখের দৃষ্টিশক্তির জটিলতাও সৃষ্টি করতে পারে। এটি হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি নামক একটি অবস্থার দিকে নিয়ে যেতে পারে। যেখানে রক্তনালীগুলোর দেয়াল পুরু হয়ে যায় এবং রক্ত প্রবাহে বাধা প্রদান করে। রেটিনাও ফুলে যেতে পারে এবং রক্তনালীগুলো ফুটো হয়ে যেতে পারে।