• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মুকেশ আম্বানিকে খুনের হুমকি দিয়ে তেলেঙ্গানা থেকে গ্রেপ্তার ১৯ বছরের তরুণ

মুম্বই, ৪ নভেম্বর– শিল্পপতি মুকেশ আম্বানিকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হল ১৯ বছরের এক তরুণ৷ তার বিরুদ্ধে অভিযোগ, একাধিক বার রিলায়েন্স কর্তাকে হুমকি ইমেল করে টাকা দাবি করেছে সে৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম গণেশ রমেশ ভানপার্ধি৷ তেলেঙ্গানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে৷ ৮ নভেম্বর পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে৷ পুলিশ জানিয়েছিল, অম্বানীর সংস্থার

মুম্বই, ৪ নভেম্বর– শিল্পপতি মুকেশ আম্বানিকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হল ১৯ বছরের এক তরুণ৷ তার বিরুদ্ধে অভিযোগ, একাধিক বার রিলায়েন্স কর্তাকে হুমকি ইমেল করে টাকা দাবি করেছে সে৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম গণেশ রমেশ ভানপার্ধি৷ তেলেঙ্গানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে৷ ৮ নভেম্বর পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে৷
পুলিশ জানিয়েছিল, অম্বানীর সংস্থার কাছে হুমকি ইমেলগুলি পাঠাচ্ছেন সাদাব খান নামের কেউ৷ ইমেলের আইপি অ্যাড্রেস চিহ্নিত করে ওই নামই পাওয়া গিয়েছিল৷ এই ঘটনায় প্রথম গ্রেফতারির পর মুম্বই পুলিশের দাবি, কয়েক জন যুবক মিলে অম্বানীকে হুমকি দিয়ে টাকা হাতানোর চেষ্টা করছিলেন বলে মনে করছে তারা৷ এর সঙ্গে একাধিক ব্যক্তি জডি়ত৷
প্রসঙ্গত, মুকেশ আম্বানিকে সর্ব প্রথম ২৭ অক্টোবর ইমেল মারফত হুমকি দিয়ে ২০ কোটি টাকা চাওয়া হয়েছিল৷ পরে ফের একই ঠিকানা থেকে আসে আরও একটি ইমেল৷ সেখানে বলা হয়, হুমকীর কোনও উত্তর না পাওয়ায় ২০ থেকে টাকার পরিমাণ করা হল ২০০ কোটি৷ অন্যথায় খুন করা হবে রিলায়েন্স কর্তাকে৷ পরে অন্য একটি মেলে সেই অঙ্ক বাডি়য়ে ৪০০ কোটি করা হয়েছিল৷ এর পরও আরও দুটি মেল পান মুকেশ আম্বানি৷ অবশেষে পুলিশের জালে অভিযুক্ত৷
মুম্বইয়ের এক সিনিয়র পুলিশ কর্তা জানিয়েছেন, তাঁরা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন৷ এই চক্রান্তের পিছনে আর কারা রয়েছে সবই তাঁরা খুঁজে বের করার চেষ্টা করছেন৷ ইমেলগুলি যে আইপি অ্যাড্রেস থেকে পাঠানো হয়েছিল সেটির সাহায্যেই অভিযুক্তের সন্ধান মিলেছে৷ এখন দেখার, ওই তরুণের সঙ্গে আরও কেউ এই ঘটনায় জডি়ত কিনা৷