বিজয় দিবসে শহিদদের উদ্দেশে শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রীর 

দিল্লি, ১৬ ডিসেম্বর –  বিজয় দিবসে ভারত-পাক যুদ্ধে শহিদদের উদ্দেশে শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তান। এদিন প্রধানমন্ত্রীর স্মরণ করলেন ১৬ ডিসেম্বরের গৌরবময় ইতিহাসের কথা। শনিবার এক্স হ্যান্ডেলে ১৬ ডিসেম্বরের নায়কদের প্রতি শ্রদ্ধা জানান মোদি। তিনি লেখেন, “আজ বিজয় দিবস। সেদিনের যোদ্ধাদের নিষ্ঠা ও বীরত্ব আজও আমাদের স্মৃতিতে উজ্জ্বল। তাঁদের উৎসর্গ ও আত্মত্যাগ সমস্ত দেশবাসীর কছে গৌরবের। তাঁদের অদম্য  ইচ্ছাশক্তি আজীবন আমাদের হৃদয়ে থাকবে। ভারত তাঁদের সাহসকে সেলাম জানায়।”

উল্লেখ্য, শনিবার সেনার ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার ফোর্ট উইলিয়ামে বিজয় দিবস উদযাপিত হয়। ১৯৭১-এর ভারত-পাক যুদ্ধে জয়ের স্মরণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। তার আগে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেন ইস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল রাণাপ্রতাপ কলিতা। তাঁকে অরুণাচল প্রদেশ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সমস্ত ধরনের পরিস্থিতির জন্য ভারতীয় সেনা তৈরি। প্রকৃত নিয়ন্ত্রণরেখার অবস্থান নিয়েও ভারত তার স্পষ্ট ধ্যান ধারণা জানিয়েছে। তিব্বতে দখলদারি চালালেও ভারতের সার্বভৌমত্বে চিন কোনও আঘাত  করতে পারবে না।”