• facebook
  • twitter
Friday, 20 September, 2024

চাষে ক্ষতি, আত্মঘাতী কৃষক

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ২ জুলাই: চাষে ব্যাপক ক্ষতির মুখে পড়ে বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক চাষি। মৃতের নাম তন্ময় ঘোষ(৩৯)। বাড়ি হুগলির বলাগড় থানার আয়দা ঘোষ পাড়ায়। মৃতের মাসতুতো ভাই সোমনাথ ঘোষ বলেন, দাদা ঋণ নিয়ে বিঘা দুয়েক জমিতে শসা চাষ করেছিল। এবার শসার ফলন ব্যাপকভাবে মার খেয়েছে। ঋণ কিভাবে শোধ করবে, তা নিয়ে দুঃশ্চিন্তায়

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ২ জুলাই: চাষে ব্যাপক ক্ষতির মুখে পড়ে বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক চাষি। মৃতের নাম তন্ময় ঘোষ(৩৯)। বাড়ি হুগলির বলাগড় থানার আয়দা ঘোষ পাড়ায়। মৃতের মাসতুতো ভাই সোমনাথ ঘোষ বলেন, দাদা ঋণ নিয়ে বিঘা দুয়েক জমিতে শসা চাষ করেছিল। এবার শসার ফলন ব্যাপকভাবে মার খেয়েছে। ঋণ কিভাবে শোধ করবে, তা নিয়ে দুঃশ্চিন্তায় দাদা মানসিকভাবে ভেঙ্গে পড়ে।

সোমবার বেলার দিকে একা মাঠে যায়। শসার জমি দেখে পাশের জমির চাষিদের ঋণ নিয়ে সমস্যার কথাও জানায়। তারপরই দাদা বিষ খেয়েছে বলে দুপুর নাগাদ আমরা খবর পাই। কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া এলাকায়।