• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

অতিরিক্ত হেলে থাকাতেই সর্বনাশ লিনিং টাওয়ার

প্যারিস, ২ ডিসেম্বর–  ‘লিনিং টাওয়ার অব পিসা’, তার খ্যাতিটাই তার হেলে থাকার মধ্যে৷ কিন্তু এখন জানা যাচ্ছে এই হেলে থাকাটাই তার সর্বনাশের কারণ হতে চলেছে৷ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পিসার এই হেলানো টাওয়ার দেখতে আসেন৷ তবে শুধু পিসার টাওয়ারই নয়, আরও কয়েকটি হেলানো টাওয়ার রয়েছে বিশ্বজুডে়৷ এমনই একটি টাওয়ার হল ইটালির গারিসেন্ডা টাওয়ার ৷ প্রায় ১০০০

প্যারিস, ২ ডিসেম্বর–  ‘লিনিং টাওয়ার অব পিসা’, তার খ্যাতিটাই তার হেলে থাকার মধ্যে৷ কিন্তু এখন জানা যাচ্ছে এই হেলে থাকাটাই তার সর্বনাশের কারণ হতে চলেছে৷
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পিসার এই হেলানো টাওয়ার দেখতে আসেন৷ তবে শুধু পিসার টাওয়ারই নয়, আরও কয়েকটি হেলানো টাওয়ার রয়েছে বিশ্বজুডে়৷ এমনই একটি টাওয়ার হল ইটালির গারিসেন্ডা টাওয়ার ৷ প্রায় ১০০০ বছর ধরে একইভাবে হেলানো অবস্থায় রয়েছে টাওয়ার৷ কিন্ত্ত বিশ্বের অন্যতম উঁচু টাওয়ার এবার বিপদের মুখে৷ লিনিং টাওয়ারের ভিত আর মজবুত নেই৷ যেকোনও মুহূর্তেই ভেঙে পড়তে পারে এই টাওয়ার৷ এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা৷
ইটালির বোলোগনায় অবস্থিত ১৫০ ফুট গারিসেন্ডা টাওয়ারই লিনিং টাওয়ার নামে পরিচিত৷ চতুর্দশ শতাব্দী থেকে এই টাওয়ার রয়েছে৷ টাওয়ারটি তৈরির সময়ই তা সামান্য হেলে যায়, সেটিকে সোজা করার জন্য যখন টাওয়ারটিকে উপডে় ফেলার চেষ্টা করা হয়, তখন তা হেলে যায় আরও ৪ ডিগ্রি৷ প্রসঙ্গত, বিশ্বের সবথেকে হেলানো টাওয়ার হল লিনিং টাওয়ার অব পিসা৷ ৫ ডিগ্রি হেলে থাকে পিসার টাওয়ারটি৷
প্রায় শতবর্ষ ধরে ইটালি এই টাওয়ারকে রক্ষণাবেক্ষণ ও সুরক্ষিত রাখার জন্য নানা কাজ করেছে৷ কিন্ত্ত এই টাওয়ার এবার বিপদেক মুখে৷ বৈজ্ঞানিক কমিটির তরফে জানানো হয়েছে, অত্যাধিক হেলে থাকার কারণেই যেকোনও মুহূর্তে এই টাওয়ার ভেঙে পড়তে পারে বলে৷ ইটালি সরকারের তরফে সিভিল প্রোটেকশন প্ল্যানও আনা হয়েছে লিনিং টাওয়ার অব পিসা-কে সংরক্ষণ করতে৷ জানা গিয়েছে, আপাতত লিনিং টাওয়ারে যাওয়ার সমস্ত রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে৷ লিনিং টাওয়ারের চারদিক ঘিরে ধাতব বেড়া বা বেষ্টনী তৈরি করা হবে৷ যদি টাওয়ারটি ভেঙেও পডে়, তাহলে কোনও পর্যটক যাতে আহত না হন এবং আশেপাশের ইমারতগুলি ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্যই বেষ্টনী তৈরি করা হয়েছে৷