• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

সিগারেটের ধুয়োয় গলার ভিতরে গজাচ্ছে চুল

ভিয়েনা, ২৯ জুন: ক্যানসার, স্ট্রোক, ফুসফুস, হৃৎযন্ত্র সহ একাধিক শারীরিক সমস্যার জনক ধূমপান৷ এতকিছুর পরও ধূমপায়ীরা বেপরোয়া৷ মানুষের এই বদ অভ্যেস কমাতে কম চেষ্টা করছে না সরকারও৷ সিগারেট প্যাকেটের ওপর ক্যান্সার আক্রান্তের ছবি। সঙ্গে বিপদবার্তা৷ কিন্তু তাতে কিছুই আসে যায় না ধুমপায়ীদের৷ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এ কথা সকলের জানা৷ কিন্ত্ত তাই বলে চুল গজানো? ভাবছেন

ভিয়েনা, ২৯ জুন: ক্যানসার, স্ট্রোক, ফুসফুস, হৃৎযন্ত্র সহ একাধিক শারীরিক সমস্যার জনক ধূমপান৷ এতকিছুর পরও ধূমপায়ীরা বেপরোয়া৷ মানুষের এই বদ অভ্যেস কমাতে কম চেষ্টা করছে না সরকারও৷ সিগারেট প্যাকেটের ওপর ক্যান্সার আক্রান্তের ছবি। সঙ্গে বিপদবার্তা৷ কিন্তু তাতে কিছুই আসে যায় না ধুমপায়ীদের৷ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এ কথা সকলের জানা৷ কিন্ত্ত তাই বলে চুল গজানো? ভাবছেন ভালোই তো, এতে টাকের সহজ সমাধান৷ আজ্ঞে না, চুল মাথায় গজাচ্ছে না গজাচ্ছে গলায়৷ আঁতকে উঠলেন তো? সিগারেট খাওয়ায় চুল গজাচ্ছে? তাও আবার শরীরের বাইরে নয়, ভিতরে৷ গলার ভিতরেই গজাচ্ছে চুল৷ এমন অদ্ভুতুডে় ঘটনায় গায়ে কাটা দিচ্ছে সবার৷ আমেরিকান জার্নালে প্রকাশিত একটি কেস সামারিতেই এই বিরল পার্শ্বপ্রতিক্রিয়ার কথা উল্লেখ করা হয়েছে৷

জানা গিয়েছে, অস্ট্রিয়ার বাসিন্দা ৫২ বছরের এক ব্যক্তির গলার ভিতরে চুল গজিয়েছে৷ মেডিক্যাল রেকর্ড অনুযায়ী, তাঁর শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল৷ টানা কাশি হচ্ছিল, কণ্ঠস্বরও বসে যাচ্ছিল৷ চিকিৎসকদের দ্বারস্থ হতেই তাঁর গলার ব্রন্কোস্কোপি করা হয়৷ সেখানেই দেখা যায়, তাঁর গলার ভিতরে গজিয়েছে চুল৷ দীর্ঘ ১৭ বছর ধরে ধূমপান করছিলেন ওই ব্যক্তি৷ ২০০৭ সালে তাঁর গলার ভিতরে প্রথম চুলের দেখা মেলে৷ বিশেষ পদ্ধতিতে তাঁর গলা থেকে সেই চুল বের করা হলেও, ফের নতুন করে গজাতে থাকে চুল৷ প্রতি বছরই সেই চুল বের করা হয়৷

গবেষকদের ধারণা, অতিরিক্ত ধূমপানের জেরেই ওই ব্যক্তির গলার ভিতরে চুল গজিয়েছে। যা চিকিৎসার পরিভাষায় এন্ডোট্রাকিয়াল হেয়ার গ্রোথ বলা হয়৷