কলকাতা , ২০ ফেব্রুয়ারি — কলকাতা শহর জুড়ে এখন অ্যাডিনো ভাইরাসের আতঙ্ক।হাসপাতালের বেডে ভর্তি রয়েছে অনেক শিশু। শিশুরাই এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। এখনো পর্যন্ত ১১ জন শিশুর মৃত্যু হয়েছে। সকলেরই বয়স ২ থেকে ৪ বছরের মধ্যে। গতকালও এই অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে এক শিশুকন্যার মৃত্যু হল। শিশুটি শ্বাসকষ্ট জনিত কারণে পার্ক সার্কাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত বৃহস্পতিবার সেই হাসপাতলেই শিশু কন্যাটির মৃত্যু হয়েছে।এই মৃত্যুতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে।
ছোট শিশুদের মৃত্যুর খবর সামনে আসতেই বিভিন্ন জেলাগুলিকে সতর্ক করেছে রাজ্য স্বাস্থ দপ্তর। এই ব্যাপারে কিছু গাইডলাইনও জারি করা হয়েছে।
শিশুদের ‘৩ থেকে ৫ দিন টানা জ্বর থাকলে হাসপাতালে ভর্তি করতে হবে শিশুদের’ ।’শ্বাস-প্রশ্বাসে অস্বস্তি থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে’।’রক্তে অক্সিজেনের মাত্রা ৯২ শতাংশের কম থাকলে ভর্তি করতে হবে হাসপাতালে’।’শিশুরা অসুস্থ থাকলে স্কুলে না পাঠানোর পরামর্শ।ভিড় এড়ানোর পরামর্শ স্বাস্থ্য দফতরের গাইডলাইনে।মাস্ক ব্যবহারে জোর দেওয়ার পরামর্শ।