• facebook
  • twitter
Saturday, 11 January, 2025

ছোটা হাতি শোনার পর

কলকাতা : অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনাও করেন। এছাড়া সোশ্যাল মিডিয়ায়ও ভালোই সরব থাকেন টালিউডের বেশ পরিচিত মুখ এনা সাহা। ‘বোঝে না সে বোঝে না’ সহ একাধিক সিনেমায় কাজ করেছেন তিনি।  তবে অন্যান্য অভিনেত্রীদের মতোই এনা যেমন তার ছবি বা কাজের জন্য প্রশংসা পান তেমনই জোটে একাধিক কটাক্ষও। সম্প্রতি রীতিমত বডি শেমিংয়ের শিকার হলেন এনা। এক প্রতিবেদন

কলকাতা : অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনাও করেন। এছাড়া সোশ্যাল মিডিয়ায়ও ভালোই সরব থাকেন টালিউডের বেশ পরিচিত মুখ এনা সাহা। ‘বোঝে না সে বোঝে না’ সহ একাধিক সিনেমায় কাজ করেছেন তিনি।  তবে অন্যান্য অভিনেত্রীদের মতোই এনা যেমন তার ছবি বা কাজের জন্য প্রশংসা পান তেমনই জোটে একাধিক কটাক্ষও। সম্প্রতি রীতিমত বডি শেমিংয়ের শিকার হলেন এনা।

এক প্রতিবেদন অনুযায়ী, বেঙ্গালুরুর একটি ফ্যাশন শোতে হাঁটেন এনা সাহা। রীতিমত বোল্ড লুকেই তিনি ধরা দেন সেখানে। কিন্তু তার হাঁটাটা নাকি একদমই ভালো নয়। অনেকেরই পছন্দ হয়নি তার হাঁটার ধরন। আর পরিণাম স্বরূপ পড়তে হয়েছে কটাক্ষের মুখে।

এক ব্যক্তি তো তাকে রীতিমত আক্রমণ করে লেখেন, ‘এ তো র‍্যাম্পে হাঁটতেই জানে না।’ কেউ কেউ আবার তাকে হাতির সঙ্গে তুলনা করে লিখলেন,  ‘এ যে ছোট হাতি!’ কেউ আবার তার ‘বেঢপ’ চেহারার জন্য শরীরের যত্ন নেওয়ার পরামর্শ দিলেন। কেউ কেউ আবার তাকে মডেলিং করার জন্য কটাক্ষ করে বলেন,  ‘ওকে কোন দিক থেকে মডেল লাগে?’

তবে ট্রোলাররা যত যাই বলুন না কেন তা নিয়ে মোটেই ভাবতে নারাজ এনা। তিনি ট্রোল এবং ট্রোলারদের বরাবর এড়িয়েই চলেন। এখন আপাতত তিনি অভিনয় রেখে মডেলিংয়েই মন দিয়েছেন।