• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

গাধার দুধ বিক্রি করে মাসে তিন লক্ষ টাকা আয় করছেন গুজরাতের যুবক

গান্ধিনগর, ২১ এপ্রিল— গাধার দুধ বিক্রি করে বছরে কয়েক কোটি টাকা আয় করছেন এক যুবক৷ অবিশ্বাস্য লাগলেও, এমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে গুজরাতে৷ যুবকের নাম ধীরেন সোলাঙ্কি৷ তাঁর কাছে ৪২টি গাধা রয়েছে৷ গুজরাতের পাটান জেলার বাসিন্দা ধীরেন৷ গাধার দুধের ব্যবসা করে তিনি এখন কোটিপতি৷ ধীরেন জানিয়েছেন, গাধার এক লিটার দুধ বিক্রি হয় ৫ হাজার টাকায়৷

গান্ধিনগর, ২১ এপ্রিল— গাধার দুধ বিক্রি করে বছরে কয়েক কোটি টাকা আয় করছেন এক যুবক৷ অবিশ্বাস্য লাগলেও, এমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে গুজরাতে৷ যুবকের নাম ধীরেন সোলাঙ্কি৷ তাঁর কাছে ৪২টি গাধা রয়েছে৷ গুজরাতের পাটান জেলার বাসিন্দা ধীরেন৷ গাধার দুধের ব্যবসা করে তিনি এখন কোটিপতি৷

ধীরেন জানিয়েছেন, গাধার এক লিটার দুধ বিক্রি হয় ৫ হাজার টাকায়৷ দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে গাধার দুধের চাহিদা ব্যাপক৷ ওই রাজ্যগুলিতে তিনি গাধার দুধ সরবরাহ করে মাসে ২-৩ লক্ষ টাকা আয় করছেন৷ কেন তিনি এই ব্যবসায় এলেন, কী ভাবে এই পরিকল্পনা এল, সেই সম্পর্কেও জানিয়েছেন গুজরাতের এই যুবক৷

ধীরেন জানিয়েছেন, তিনি সরকারি চাকরির জন্য চেষ্টা করছিলেন৷ কিন্ত্ত তা আর কপালে জোটেনি৷ অবশেষে বেসরকারি একটি সংস্থায় কাজ জুটিয়েছিলেন৷ কিন্ত্ত যে বেতন পেতেন তিনি, তা দিয়ে সংসার খরচ চালানো খুব কঠিন হয়ে পডে়ছিল৷ তাঁর কথায়, “তখনই অন্য কিছু করার ভাবনা মাথায় আসে৷ জানতে পারি, দক্ষিণ ভারতে গাধার দুধের চাহিদা খুব বেশি৷ ব্যস, সেই থেকেই ঠিক করে নিয়েছিলাম, চাকরি ছেডে় গাধার দুধের ব্যবসাই করব৷

ধীরেন আরও জানান, এর পরই বেশ কয়েক জনের সঙ্গে এ বিষয়ে কথা বলেন৷ তার পর আট মাস আগে এই ব্যবসায় নামেন তিনি৷ ব্যবসায় ২২ লক্ষ টাকা বিনিয়োগ করে ২০টি গাধা কেনেন ধীরেন৷ তার পর একটি খামার তৈরি করেন৷ এখন সেই খামার থেকেই প্রতি দিন দুধ সরবরাহ করা হচ্ছে দক্ষিণের রাজ্যগুলিতে৷ ধীরেন আরও জানিয়েছেন, ব্যবসার শুরুতে খুব সমস্যা হয়েছিল৷ গুজরাতে গাধার দুধের চাহিদা নেই৷ ফলে দক্ষিণের রাজ্যগুলিই হয়ে ওঠে ধীরেনের ব্যবসার লক্ষ্য৷

ধীরেন জানিয়েছেন, এক লিটার গাধার দুধের দাম ৫-৭ হাজার টাকা৷ গুঁড়ো হিসাবেও এই দুধ বিক্রি করা হয়৷ যার এক কেজির দাম এক লক্ষ টাকা৷