দিল্লি, ৬ ডিসেম্বর– এখনও তিন রাজ্যে জয়ের আনন্দ মেটেনি দিল্লি বিজেপি কেন্দ্রীয় কমিটির৷ এরমধ্যেই নতুন দায়িত্ব গ্রহণের আগে সাংসদ পদ ছাড়লেন দলেরই ১০ সাংসদ৷ শীতকালীন অধিবেশনের মধ্যেই একসঙ্গে ইস্তফার পথে হাঁটলেন বিজেপির হেভিওয়েট ১০ সাংসদ৷
বুধবার পদত্যাগ করা ১০ সাংসদের মধ্যে রয়েছেন- নরেন্দ্র সিং তোমার, প্রহ্লাদ সিং প্যাটেল, রাজ্যবর্ধন সিং রাঠোর৷ জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্বের বৈঠকের পরই এই ইস্তফার সিদ্ধান্ত নিলেন ১০ সাংসদ৷ আর এই ১০ সাংসদের পদত্যাগের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা৷
এই ১০ সাংসদের ইস্তফা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে একাধিক জল্পনা উস্কে দিয়েছে৷ এতগুলি সাংসদ পদ খালি হওয়ার অর্থ ফের একবার উপনির্বাচন৷ ফলে ২০২৪ সালের আগেই নতুন করে নির্বাচন তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে৷ সে ক্ষেত্রে তৃতীয়বার ক্ষমতায় ফেরার লক্ষ্যে আত্মবিশ্বাসী বিজেপি সাংসদ পদগুলিতে নতুন মুখ এনে চমক দিতে পারে৷ এমনটাই মত রাজনৈতিক মহলের৷ নতুন করে পলিটিক্যাল স্ট্র্যাটেজি তৈরি করে সাংসদদের জাতীয় রাজনীতি থেকে সরিয়ে আঞ্চলিক দায়িত্বে নিয়ে এল বিজেপি৷ এই সিদ্ধান্ত আসন্ন লোকসভা নির্বাচনে কতখানি গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা নিয়ে ইতিমধ্যেই কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে৷
ইস্তফা দেওয়া ১০ সাংসদই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে অংশ নিয়ে বিপুল মার্জিনে জয় পেয়েছেন৷ এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জে পি নাড্ডার একটি দীর্ঘ বৈঠক হয়৷ আর তারপরই একে একে ইস্তফা দিলেন গেরুয়া শিবিরের ১০ সাংসদ৷
বুধবার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন বিজেপি সাংসদ নরেন্দ্র সিং তোমার, প্রহ্লাদ সিং প্যাটেল, রাকেশ সিং, উদয় প্রতাপ, রিতি পাঠক, অরুণ সাও, গোমতি সাই, রাজ্যবর্ধন সিং রাঠোর, দিয়া কুমারি, কিরোদিলাল মিনা৷ ছত্তিশগড়, রাজস্থান এবং মধ্য প্রদেশ বিধানসভা নির্বাচনে এই সাংসদরা লডে়ছেন এবং বিপুল ভোটে জয়ী হয়েছেন৷ নতুন দায়িত্ব গ্রহণের আগে তাই সাংসদ পদ ছাড়লেন সকলেই৷ জাতীয় রাজনীতি থেকে সরে এসে এবার সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসনিক দায়িত্ব নিতে প্রস্তুত তাঁরা৷
রাজস্থান, মধ্য প্রদেশ এবং ছত্তিশগডে় ল্যান্ডস্লাইড জয়ের পর মুখ্যমন্ত্রী কারা হবেন, তা নিয়ে চলছিল জল্পনা৷ সূত্রের খবর, আজকালের মধ্যেই তিন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নাম প্রকাশ্যে আনা হবে৷ নামে সিলমোহর পডে় গিয়েছে বলেও জানা যাচ্ছে৷ কারা রাজস্থান, মধ্য প্রদেশ এবং ছত্তিশগডে় উপমুখ্যমন্ত্রী হবেন, তা প্রায় চূড়ান্ত৷ সে ক্ষেত্রে ইস্তফা দেওয়া এই সাংসদদের মধ্যেই কাউকে মুখ্যমন্ত্রী করা হতে পারে কি না, সে জল্পনাও উডি়য়ে দিচ্ছেন না রাজনৈতিক মহলের একাংশ৷ ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই তিন রাজ্যের মুখ্যমন্ত্রী বেছে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷ দুই রাজ্যে দুই মহিলা মুখ্যমন্ত্রী বেছে নেওয়া হতে পারে বলেও মনে করা হচ্ছে৷