এবার স্নাতক ভর্তিতে মাধ্যমিকের নম্বরকে গুরুত্ব

প্রতিকি ছবি (Photo: iStock)

শুধু উচ্চমাধ্যমিক নয়, মাধ্যমিকের প্রাপ্ত নম্বরকে গুরত্ব দিচ্ছে বেশিরভাগ কলেজ কর্তৃপক্ষ। মারণ ভাইরাস করােনা আবহে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি, হয়নি প্রবেশিকা পরীক্ষাও। চলতি দ্বাদশ শ্রেণির পড়ুয়া সেই ২০১৯ সালেই লিখিত পরীক্ষায় বসেছিল।

তখন করােনা আসেনি, তাই স্বাভাবিকভাবেই ঘটেছিল মাধ্যমিক পরীক্ষা। সেজন্যই মেধা যাচাইয়ের জন্য চলতি সপ্তাহে স্নাতক ভর্তিতে পড়ুয়ার ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষার নম্বরকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

লেডি ব্রেবাের্ন কলেজের অধ্যক্ষা শিউলি সরকার জানিয়েছেন, আমরা স্নাতক ভর্তিতে মাধ্যমিক পরীক্ষার নম্বরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছি। মওলানা আজাদ কলেজের অধ্যক্ষ শুভাশিস দত্ত জানিয়েছেন, এবার উচ্চমাধ্যমিকের নম্বর দেওয়া হয়েছে মাধ্যমিকের ৪০ % ধরে, তাই মাধ্যমিকের নম্বরকে আমরা পুনরায় মেধা যাচাইয়ে রাখছি না।


যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা ও বিজ্ঞান বিভাগ স্নাতক ভর্তিতে ‘অনলাইন টেলিফোনিক গ্রুপ ডিসকাশন-এর মাধ্যমে ভর্তি পর্ব চালু করতে চায়। তবে উচচ শিক্ষা পর্ষদ এই আবেদনে সায় দেয়নি।

তবে যাদবপুর বিশ্ববিদ্যালয় ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরকে গুরুত্ব দিচ্ছে স্নাতক ভর্তিতে।