১১ নভেম্বর শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের দ্বিতীয় কাউন্সেলিং

এবার উচ্চ প্রাথমিকে দ্বিতীয় পর্যায়ের শিক্ষক নিয়োগ কাউন্সেলিং শুরু হতে চলেছে ১১ নভেম্বর। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি-র পক্ষ থেকে। আগামী ১১ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে উচ্চ প্রাথমিকের দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং কর্মসূচি। যে সকল প্রার্থীরা দ্বিতীয় পর্যায়ের উচ্চ প্রাথমিকের কাউন্সেলিংয়ের জন্য যোগ্য, তাঁরা ২৪ অক্টোবর থেকে এসএসসি-র ওয়েবসাইট থেকে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন বলে জানানো হয়েছে এসএসসি-র পক্ষ থেকে।

এসএসসি-র দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ নভেরম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত টানা চলবে এসএসসি-র দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং পর্ব।

দীর্ঘ ৮ বছরের অপেক্ষা শেষে ৩ অক্টোবর থেকে শুরু হয় উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং। দুর্গাপুজোর আগে দু’টি পর্যায়ে এসএসসি-র পক্ষ থেকে চলে এই কাউন্সেলিং। প্রথম পর্যায়ে নিয়োগপত্র হাতে পান ১৮৬ জন। দু’দফায় সম্পন্ন করা হয় প্রথম পর্যায়ের কাউন্সেলিং পর্ব। ডাকা হয়েছিল মোট ২৫৪ জনকে। তাঁদের মধ্যে নিয়োগপত্র নেননি ৬৮ জন।


আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলেছে এসএসসি-র দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং পর্ব। সেখানে মোট ৮০৯১ জন প্রার্থীকে ডাকা হয়েছে। দু’বারের কাউন্সেলিংয়ে মোট ৮,৭৪৯ জন প্রার্থীকে ডাক দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়, প্রকাশ করতে হবে মেধা তালিকা। সেই অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর ফের মেধা তালিকা প্রকাশ করা হয় স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় ১৪,০৫২ জন চাকরিপ্রার্থীকে নিয়োগ করতে হবে এসএসসি-কে। যার মধ্যে জাতিগত এবং শিক্ষাগত তথ্যের গরমিলের কারণে এসএসসি-র পক্ষ থেকে বাদ দেওয়া হয় ৯৬ জন প্রার্থীর নাম।