সােমবার মধ্যশিক্ষা পর্ষদ থেকে নুতন করে বিজ্ঞপ্তি জারি করে উচ্চমাধ্যমিকে মূল্যায়নের নাম্বার জমা দেওয়ার সময়সীমা বাড়ানাে হলাে। গত বিজ্ঞপ্তিতে ছিল ২৩ জুন। নয়া সংশোধিত নির্দেশিকায় জানানাে হয়েছে যে, আগামী ২৮ জুনের মধ্যে উচ্চমাধ্যমিকে মুল্যায়নে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার নাম্বার জমা দিতে হবে।
চলতি উচ্চমাধ্যমিকে মূলত একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নাম্বারটি শুত্ব দেওয়া হচ্ছে। তবে উচচমাধ্যমিকে নাম্বার জমা দেওয়ার ওয়েবসাইটে সাময়িক গন্ডগােল থাকায় এই সময়সীমা বাড়ানাে হলাে বলে জানা গেছে।
শুধু তাই নয়, আগামী ছয়মাস সংরক্ষণ করে রাখতে হবে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার উপত্র। সেইসাথে দ্বাদশ শ্রেণির এনরােলমেন্ট নাম্বার, প্রজেক্ট নাম্বার ও প্যাকটিক্যাল পরীক্ষার নাম্বারগুলি রাখতে হবে সযন্তে। দু হাজারের কাছাকাছি রাজ্যের স্কুলের হার্ডকপিগুলি জমা দিতে হবে আগামী ২৮ জুনের মধ্যে।