• facebook
  • twitter
Friday, 19 December, 2025

শতাব্দী প্রাচীন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ লাইব্রেরি এন্ড রিডিং ক্লাব

বাংলার শতাব্দী প্রাচীন গ্ৰন্থগারগুলোর মধ্যে অন্যতম শতাব্দী প্রাচীন গ্রন্থাগার দক্ষিণেশ্বর রামকৃষ্ণ লাইব্রেরী এন্ড রিডিং ক্লাব।

ফাইল চিত্র

অরিন্দম ভট্টাচার্য

লাইব্রেরী বা গ্রন্থাগার হল জ্ঞান ও তথ্যের ভান্ডার। যেখানে বই, ম্যাগাজিন, সংবাদপত্র এবং অন্যান্য তথ্যমূলক সামগ্রী সংরক্ষিত থাকে। যা পাঠকদের জ্ঞান অর্জনের সুযোগ করে দেয়। আধুনিক সমাজ জীবনে বিশ্বায়নের দাপটে যতই উন্নত অত্যাধুনিক প্রযুক্তি ও ইন্টারনেট আসুক না কেন লাইব্রেরীর প্রয়োজনীয়তা ও তার অবদান সম্পর্কে কারও কোন সন্দেহ প্রকাশের অবকাশ নেই। লাইব্রেরী হারিয়ে গেলে যে শুধু কিছু বই হারাবে তা নয়, হারিয়ে যাবে আমাদের ইতিহাসের অনেক অংশ। বাংলার শতাব্দী প্রাচীন গ্ৰন্থগারগুলোর মধ্যে অন্যতম শতাব্দী প্রাচীন গ্রন্থাগার দক্ষিণেশ্বর রামকৃষ্ণ লাইব্রেরী এন্ড রিডিং ক্লাব।

Advertisement

১৮৭৯ সালে রসসাহিত্যিক কেদারনাথ বন্দ্যোপাধ্যায় সহ বেশ কিছু শিক্ষানুরাগী ব্যক্তিদের উদ্যোগে দক্ষিণেশ্বরে দেওয়ান দাতারাম মন্ডলের বাড়ির দোতলায় গড়ে ওঠে ‘দক্ষিণেশ্বর রিডিং ক্লাব’। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের অন্যতম লীলাক্ষেত্র ছিল দক্ষিণেশ্বর। তাই এই লাইব্রেরীর নাম হয়’ দক্ষিণেশ্বর রামকৃষ্ণ লাইব্রেরী এন্ড রিডিং ক্লাব’। নিজস্ব বাড়ি না থাকায় লাইব্রেরীকে বারবার বাড়ি পরিবর্তন করতে হয়। ফলে প্রচুর গ্ৰন্থ ও আসবাব পত্রের ক্ষতি হয়। নানান সমস্যা কাটিয়ে রসসাহিত্যিক কেদারনাথ বন্দ্যোপাধ্যায় ও তাঁর আত্মীয়রা পৈত্রিক ভিটা সমেত বাস্তুজমি লাইব্রেরীকে দান করেন। দক্ষিণেশ্বরে নারী শিক্ষা বিস্তারে এই লাইব্রেরীর পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়।

Advertisement

দক্ষিণেশ্বরে ডি ডি মন্ডল ঘাট রোডে অবস্থিত আজও এই লাইব্রেরীতে এলে চোখে পড়বে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস ও রসসাহিত্যিক কেদারনাথ বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তি। বহু বিশিষ্ট সাহিত্যিক, কবি ও মানুষের পদধূলিতে ধন্য এই লাইব্রেরী। সম্পূর্ণ বেসরকারীভাবে পরিচালিত এই লাইব্রেরীতে আছে প্রায় ১৪ হাজার বই এবং অনেক প্রাচীন গ্ৰন্থ। সাথে আছে দৈনিক সংবাদপত্র ও নানান পত্র পত্রিকা। আছে সাধারণ বিভাগ, কিশোর বিভাগ, পাঠ কক্ষ ইত্যাদি। মাসিক চাঁদা হিসেবে খুব অল্প অর্থের বিনিময়ে লাইব্রেরীতে নিয়মিত পাঠকরা আসেন। এই লাইব্রেরীর উদ্যোগে আগামী ২৮ থেকে ৩০ মার্চ অনুষ্ঠিত হবে লিটিল ম্যাগাজিন মেলা।

Advertisement