বিশ্বের ১৪টি দেশের পড়ুয়াদের দ্রুত ভিসা পাওয়ার সুবিধে বন্ধ করে দিল কানাডা সরকার। এর ফলে ক্ষতিগ্রস্ত হবেন ভারতীয় পড়ুয়ারাও। স্টুডেন্ট ডাইরেক্ট স্ট্রিম ভিসা বা এসডিএস ভিসার মাধ্যমে আবেদন করলে দ্রুত কানাডা যাওয়ার ভিসা পেতেন ভারতীয় পড়ুয়ারা। দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে এসডিএস ভিসা বন্ধ হওয়ার কারণে অন্যান্য দেশের পড়ুয়াদের পাশাপাশি বড়সড় সমস্যার মুখে পড়তে হল ভারতীয় পড়ুয়াদেরও।
কানাডার এসডিএস ভিসার মাধ্যমে ২০ দিন বা তিন সপ্তাহের মধ্যেই সহজে কানাডায় পড়তে যাওয়ার ভিসা পেয়ে যেতেন বিভিন্ন দেশের পড়ুয়ারা। উপকৃত হতেন ভারত, চিন, ব্রাজিল-সহ ১৪টি দেশের পড়ুয়ারা। ২০১৮ সালে কানাডা সরকার এসডিএস ভিসা চালু করে। এক্ষেত্রে ভিসা পেতে হলে পড়ুয়াদের ইংরেজি কিংবা ফরাসি ভাষায় পরীক্ষা দিতে হত। এই ভিসার মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পড়ুয়া উচ্চশিক্ষার জন্য কানাডায় পাড়ি দিতে পারতেন। কিন্তু ছয় বছর পর সেই সুযোগ বন্ধ করল কানাডা সরকার। কানাডা সরকার তাদের ওয়েবসাইটে জানিয়েছে, পড়ুয়াদের নিরাপত্তা, সব ছাত্রছাত্রীদের সমানাধিকার, আবেদন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসডিএস ভিসা বন্ধ হলেও মেধাবী পড়ুয়ারা এখনও সে দেশে পড়তে যাওয়ার আবেদন স্বচ্ছন্দে করতে পারেন বলে কানাডা সরকারের তরফে জানানো হয়েছে।
বিপরীতে রেগুলার স্টুডেন্ট পারমিটে ভিসা পাওয়ার প্রক্রিয়াটি অনেকটাই দীর্ঘ। ভিসা পেতে সময় লাগে ৮ সপ্তাহের মতো। আগামীদিনে এই প্রক্রিয়ায় ভিসা পেতে পড়ুয়াদের কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ।