একাধারে যেমন আইনী জটিলতায় উচ্চপ্রাথমিক শিক্ষক নিয়ােগ প্রক্রিয়া থমকে। মেধাতালিকা নিয়ে অধীর অপেক্ষায় লক্ষ লক্ষ পরীক্ষার্থী। ঠিক এইরকম পরিস্থিতিতে টেট নিয়ে সুখবর দিলাে সুপ্রিম কোর্ট।
সােমবার দুপুরে সুপ্রিম কোর্টের বিচারপতি আব্দুর নাজির এবং বিচারপতি কৃষ্ণ মুরারির ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের বাের্ডকে নির্দেশ দিলাে নুতন করে টেট পরীক্ষা নেওয়ার। যারা ডিএলইডি প্রশিক্ষণ প্রাপ্ত অথচ ২০২১ সালের শিক্ষক নিয়ােগ পরীক্ষায় বসতে পারেননি। তাদের ২০২২ সালের ৩০ মার্চের মধ্যে টেট পরীক্ষায় বসার সুযােগ করে দিতে হবে বলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। এতে ৫০ থেকে ৬০ হাজার পরীক্ষার্থী উপকৃত হবে বলে আশাবাদী অনেকেই।
নুতন করে টেট পরীক্ষা নিতে হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। যারা ডিএলইডি ডিগ্রিটি ২০১৭ সালে শেষ করেছেন অথচ ২০১৭ সালের গ্রীক্ষায় বসতে পারেননি। তাদের আগামী ২০২২ সালে ৩১ মার্চের মধ্যে টেট পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া শেষ করতে হবে বলে রাজ্য সরকার কে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত বলে জানিয়েছেন মামলাকারীদের আইনজীবী আলি আহসান আলমগীর।
২০১৭ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২১ সালে পরীক্ষা চলে। যা এনসিটিই মতে বেআইনী। প্রতিবছর নিয়ােগ প্রক্রিয়া চালু রাখতে পরীক্ষা নেওয়াটা নিয়ম। এক্ষেত্রে তা মানা হয়নি বলে অভিযােগ।
২০২১ সালে টেট পরীক্ষায় বসেছিলেন আড়াই লক্ষের মত চাকরিপ্রার্থী। সােমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিল- যারা ২০১৭ সালে ডিএলইডি ডিগ্রি শেষ করেছে, তাদের ২০২২ সালের ৩১ মার্চের মধ্যে টেট পরীক্ষায় বসানাের সুযােগ দিতে হবে। এতে ৫০ থেকে ৬০ হাজার পরীক্ষার্থী উপকৃত হবে বলে জানা গেছে।