জাপানের কিও ইউনিভার্সিটির ইন্ডিয়া জাপান ল্যাবরেটারির সহযোগিতায় সোমবার কলকাতার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত একটি কোর্স চালু হল। সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে প্রথম এই ধরনের কোর্স চালু হয়েছে বলে জানা গিয়েছে। এই অনুষ্ঠানে ‘বজ্রপাতের আশঙ্কা এবং সুরক্ষার উপায় ও বিপর্যয় মোকাবিলা’ নামের একটি বাংলা বই প্রকাশ করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কলকাতার সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর রেভারেন্ড ডঃ ফেলিক্স রাজ জানান, এই বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের নামকরণ করা হয়েছে বিখ্যাত বিজ্ঞানী ও জেসুইট ফাদার ইউজিন ল্যাফন্টের নামে। তিনি ১৮৬৭ সালের কাছাকাছি সময়ে সেন্ট জেভিয়ার্স কলেজের পরীক্ষাগারে পরীক্ষা-নিরীক্ষা করে একটি বিপর্যয়ের পূর্বাভাস দিয়েছিলেন। এই পূর্বাভাসের কারণে অনেক জীবন বাঁচানো গিয়েছিল। উপাচার্য জানান, এই কোর্স চালু করার পদক্ষেপ ইউজিনের প্রতি যোগ্য শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন।
তিনি মনে করতেন, দুর্যোগ মোকাবিলা নিয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। যাতে বিপদের ব্যাপকতা কমানো যায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কিও বিশ্ববিদ্যালয়ের ইন্ডিয়া জাপান ল্যাবরেটরির পরিচালক এবং দুর্যোগ মোকাবিলা ব্যবস্থাপনার আন্তর্জাতিক বিশেষজ্ঞ ড. রাজীব শাহ সহ আরও অনেকে। কোর্স চালুর পর প্রথম ব্যাচ হিসেবে পড়ুয়া, স্কলার, সোশ্যাল ওয়ার্কার এবং দুর্যোগ মোকাবিলা ও সিভিল ডিফেন্স বিভাগের কর্মীরা নিজেদের নাম নথিভুক্ত করেছেন।