• facebook
  • twitter
Thursday, 3 April, 2025

‘গল্পবিশ্ব’-র ‘শ্যামল গঙ্গোপাধ্যায় ছোটগল্প সম্মান ২০২৪’

এই সংস্থার Antonym পত্রিকাটি মূলত অনুবাদের কাজ করে। এদিন অনুবাদের নানান দিক নিয়ে আলোচনা করেন লেখক- অনুবাদক শমিতা দাশ দাশগুপ্ত এবং চৈতি মিত্র।

প্রতিনিধিত্বমূলক চিত্র

‘Antonym Council of Global Art and Literature’ (ACGAL) একটি অবাণিজ্যিক সাহিত্য সংগঠন, সারা বছর ধরে সাহিত্যের বিভিন্ন মাধ্যম নিয়ে কাজ করে। ACGAL-এরই একটি উদ্যোগ ‘গল্পবিশ্ব’— বাংলা গল্পের বিশ্বায়ন। গল্পপাঠ, গল্পের অনুবাদ ও রূপান্তর (translation and transformation) ছোটোগল্পের গতিপ্রকৃতি বিষয়ক আলোচনা ইত্যাদি নিয়ে ত্রৈমাসিক সভায় উপস্থিত হয় ‘গল্পবিশ্ব’।

গত ২৯ মার্চ, শনিবার, কলকাতার চৌরঙ্গির রোটারি সদনে কথাসাহিত্যিক শ্যামল গঙ্গোপাধ্যায়ের ৯২তম জন্মজয়ন্তী উদ্‌যাপন এবং ‘শ্যামল গঙ্গোপাধ্যায় ছোটোগল্প সম্মান ২০২৪’ প্রদান করল গল্পবিশ্ব। শুরুতে প্রিয় সাহিত্যিক শ্যামল গঙ্গোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অনুষ্ঠানের সভামুখ্য সাহিত্যিক শেখর বসু। স্বাগত ভাষণ দেন ACGAL-এর কর্ণধার বিশ্বদীপ চক্রবর্তী।

এই সংস্থার Antonym পত্রিকাটি মূলত অনুবাদের কাজ করে। এদিন অনুবাদের নানান দিক নিয়ে আলোচনা করেন লেখক- অনুবাদক শমিতা দাশ দাশগুপ্ত এবং চৈতি মিত্র।

Antonym পত্রিকা ও কয়েকটি বই আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় এদিনের অনুষ্ঠানে। ত্রৈমাসিক অনুবাদের পত্রিকাটি প্রকাশ করেন সাহিত্যিক শেখর বসু এবং সৈয়দ হাসমত জালাল। উপস্থিত ছিলেন পত্রিকার প্রধান সম্পাদক নিশি পুলুগার্থা। শ্যামল গঙ্গোপাধ্যায়ের আখ্যান নিয়ে গ্রাফিক্স ফিকশন ‘সাধু কালাচাঁদের কাণ্ড কারখানা’, প্রথম খণ্ড প্রকাশ করেন সমীর চট্টোপাধ্যায়। এই গ্রাফিক্স ফিকশনের দুই শিল্পী সায়ন গুহ এবং সুদেষ্ণা নাথও উপস্থিত ছিলেন। আফসার আমেদের কিস্যা সিরিজের অনুবাদ ‘Qissa of Bibi in Black Burqa & Forty Men’ বইটি প্রকাশ করেন ‘কথামালা’র সভাপতি গল্পকার অমিত ভট্টাচার্য। উপস্থিত ছিলেন আফসার আমেদের স্ত্রী নাসিমা আহমেদ এবং বিশিষ্ট প্রচ্ছদ শিল্পী পিনাকী দে। ‘শ্যামল গঙ্গোপাধ্যায় ছোটোগল্প সম্মান ২০২৩’-প্রাপ্ত গল্পগুলির ইংরেজি অনুবাদ সংকলন, ‘Year’s Best Awarded Stories from 2023’ প্রকাশ করেন সাহিত্যিক ভগীরথ মিশ্র এবং ঝড়েশ্বর চট্টোপাধ্যায়। বইটি সম্পাদনা করেছেন নাদিয়া ইমাম।

পরের পর্বে ছিল দুটি মনোজ্ঞ আলোচনা। ‘শ্যামল গঙ্গোপাধ্যায়ের জীবন ও সাহিত্যকৃতি’ নিয়ে আলোচনা করেন সাহিত্যিক অরিন্দম বসু এবং অধ্যাপক প্রাবন্ধিক সঞ্জয় মুখোপাধ্যায়। দু’জনেই শ্যামল গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ট ছিলেন। তাঁদের আলোচনায় উঠে এল শ্যামল-সান্নিধ্যের প্রসঙ্গ। সভামুখ্য শেখর বসু তাঁর ভাষণে ACGAL-এর অনুবাদ কর্মের স্বাতন্ত্র্যগুলিকে সুন্দরভাবে চিহ্নিত করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রদান করা হয় ‘শ্যামল গঙ্গোপাধ্যায় ছোটোগল্প সম্মান ২০২৪’। এবারের সম্মানিত লেখকরা হলেন: অভিষেক ঝা, ইন্দ্রাণী দত্ত, তন্বী হালদার, তৃপ্তি সান্ত্রা, পরম ভট্টাচার্য, পার্থজিৎ চন্দ, বাসব দাশগুপ্ত, বিশ্বদীপ দে, শ্যামলী আচার্য, শুভ্র মৈত্র এবং সুনেত্রা সাধু। সম্মান প্রাপকগণ তাঁদের বক্তব্য প্রদান করেন। পুরস্কার প্রদান করেন দুই বিচারক শেখর বসু, অয়ন বন্দ্যোপাধ্যায় ; সাহিত্যিক ভগীরথ মিশ্র এবং ঝড়েশ্বর চট্টোপাধ্যায়।

News Hub