• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

৩ জুন থেকেই খুলছে স্কুল!

নিজস্ব প্রতিনিধি— গরমের ছুটির দিন এবার শেষের পথে৷ কবে খুলছে স্কুল তা নিয়ে মঙ্গলবারই নয়া আপডেট দিল স্কুল শিক্ষা দফতর৷ জানা গিয়েছে, ৩ জুন থেকেই স্কুল খুলতে চলেছে৷ পরিস্থিতি না বদল হলে ৩ জুন থেকেই রাজ্যের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খুলবে৷ স্কুল শিক্ষা দফতরের তরফে আগেই নির্দেশিকা দিয়ে জানানো হয়েছিল ২ জুন থেকে স্কুল খুলবে৷ তবে এদিন একদিন

নিজস্ব প্রতিনিধি— গরমের ছুটির দিন এবার শেষের পথে৷ কবে খুলছে স্কুল তা নিয়ে মঙ্গলবারই নয়া আপডেট দিল স্কুল শিক্ষা দফতর৷ জানা গিয়েছে, ৩ জুন থেকেই স্কুল খুলতে চলেছে৷ পরিস্থিতি না বদল হলে ৩ জুন থেকেই রাজ্যের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খুলবে৷ স্কুল শিক্ষা দফতরের তরফে আগেই নির্দেশিকা দিয়ে জানানো হয়েছিল ২ জুন থেকে স্কুল খুলবে৷ তবে এদিন একদিন পর ধরে চলতে বলা হয়েছে৷ যদিও পাকাপাকি কিছু জানানো হয়নি৷

৩ জুনই স্কুল খোলার প্রস্তুতি নিতে চলেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর বলেই সূত্রের খবর৷ প্রসঙ্গত ১ জুন শেষ হচ্ছে সাত দফার লোকসভা নির্বাচন ২০২৪৷ স্কুল খোলার পর গরমের ছুটির কারণে অতিরিক্ত ক্লাস করাতে হবে স্কুলে স্কুলে৷ ইতিমধ্যেই সেই নির্দেশ দিয়েছে রাজ্য৷ ভোটের কাজে স্কুলগুলিতে কেন্দ্রীয় বাহিনীর থাকার ব্যবস্থা হয়েছে৷ কেন্দ্রীয় বাহিনী থাকার পর বিভিন্ন স্কুলে স্কুলে কী অবস্থা? বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকের থেকে জানতে চেয়েছে স্কুল শিক্ষা দফতর৷

উল্লেখ্য, গত ২২ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গরমের ছুটি ঘোষণা করেছিল রাজ্য৷ গরমের জেরে যাতে ছাত্রছাত্রীরা অসুস্থ না হয়ে পড়ে সেই কারণেই তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয়৷ আগামী ২ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে৷ ৩ তারিখ থেকেই সম্ভবত খুলে যাবে স্কুল, এমনভাবেই কাজ করতে চায় শিক্ষা দফতর৷