আগে উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এবার প্রাথমিক স্তরেও স্পেশ্যাল এডুকেটর নিয়োগ করতে চলেছে রাজ্যের শিক্ষা দপ্তর। সেই উদ্দেশ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষক নিয়োগের বিধির বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার। ইতিমধ্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়ে গিয়েছে। সেই ছাড়পত্র পাওয়ার পরেই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন।
প্রসঙ্গত এত দিন পর্যন্ত কেবলমাত্র চুক্তিভিত্তিতেই স্পেশ্যাল এডুকেটর নিয়োগ করা হত। গত বছরের শেষের দিকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষক নিয়োগে উদ্যোগী হয়েছে রাজ্য। ফলে এই প্রথমবার স্থায়ীভাবে স্পেশ্যাল এডুকেটর পেতে চলেছে বিশেষ চাহিদা সম্পন্ন
শিক্ষার্থীরা।
শনিবারের এই বিজ্ঞপ্তিতে প্যানেল প্যানেল প্রকাশে স্বচ্ছতার ওপরে বিশেষ গুরুত্ব আরোপ করেছে রাজ্য সরকার। কারা এই পদে আবেদন করতে পারবেন, সেই আবেদনপত্রে কী কী থাকতে হবে তা-ও উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের ওএমআর শিট অন্তত ১০ বছর সংরক্ষণ করা হবে। সেই সঙ্গে প্যানেল প্রকাশে স্বচ্ছতা মানা হবে বলেও জানানো হয়েছে। প্যানেলের শেষে যিনি থাকবেন, তাঁর মোট নম্বর জানানো হবে। প্যানেলে থাকা প্রত্যেক প্রার্থী কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন, তা উল্লেখ থাকবে।
এখনও পর্যন্ত প্রাথমিক স্তরে ২৭০০টি স্পেশ্যাল এডুকেটর পদ শূন্য রয়েছে। এ বার সেই শূন্যপদে নিয়োগে তোড়জোড় শুরু হয়েছে। রাজ্যের প্রকাশিত নিয়োগ বিধিতে চুক্তিভিত্তিক স্পেশ্যাল এডুকেটর-এর জন্য ১০ শতাংশ আসন সংরক্ষিত থাকছে। পাশাপাশি, কর্মরত স্পেশ্যাল এডুকেটরের জন্যও নিয়োগ পরীক্ষায় বসার সুযোগ রয়েছে। অর্থাৎ যে সমস্ত প্রার্থী সমগ্র শিক্ষা মিশনের অধীনে স্পেশ্যাল এডুকেটর হিসেবে কাজ করছেন, তাঁরা ৫৫ বছর বয়স পর্যন্ত এই পদের জন্য পরীক্ষা দিতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই পদে আবেদনকারীকে টেটে ৮০ নম্বর পাওয়া বাধ্যতামূলক। রাজ্য সরকারের বিধিতে বলা হয়েছে, কোনও প্রার্থীর ‘রিহ্যাবিলিটশনস কাউন্সিল অফ ইন্ডিয়া’ (আরসিআই) অনুমোদিত কোনও প্রতিষ্ঠান থেকে ডিগ্রি বা ডিপ্লোমা থাকলেই স্পেশ্যাল এডুকেটর পদে নিয়োগের পরীক্ষায় বসতে পারবেন। স্পেশ্যাল এডুকেটর নিয়োগের দায়িত্বে থাকবেন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল।
যদিও বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল স্পেশ্যাল এডুকেটর নিয়োগ নিয়ে রাজ্যের এই উদ্যোগকে স্বাগত জানালেও পদ্ধতি নিয়ে বিভিন্নরকম প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, ‘উচ্চ প্রাথমিকের পর প্রাথমিকে নিয়োগের জন্য গেজ়েট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য। কিন্তু প্রশ্ন হল নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ করবে? সরকার তো এখন ওবিসির কথা বলে সব ক্ষেত্রেই নিয়োগ আটকে রেখেছে। আমরা চাই দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হোক।’