• facebook
  • twitter
Friday, 22 November, 2024

গুড়াপের হাইস্কুলে সাইকেল শেডের উদ্বোধন করলেন সাংসদ রচনা ব্যানার্জি

রচনা ব্যানার্জি বলেন, আমি বিদ্যালয়ের অনুষ্ঠানে যোগদানে বিশেষ আগ্রহী

হুগলির গুড়াপে পলাশী হেমাঙ্গিণী সরোজিনী বিদ্যামন্দিরে একটি সাইকেল শেডের উদ্বোধন করলেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি। ওই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধনিয়াখালীর বিধায়িকা অসীমা পাত্র, বিশিষ্ট শিক্ষাবিদ সামসের আলী, গুড়াপ গ্রাম পঞ্চায়েতের প্রধান চণ্ডীচরন ঘোষ, উপপ্রধান মোহাম্মদ সাদিক, ধনেখালি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মোহাম্মদ হানিফ, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি লিয়াকত আলি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিভাবক বৃন্দ শিক্ষার্থীরা সহ জনপ্রতিনিধিরা। সাইকেল শেডের উদ্বোধন করে সাংসদ রচনা ব্যানার্জি বলেন, আমি বিদ্যালয়ের অনুষ্ঠানে যোগদানে বিশেষ আগ্রহী কারণ ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে শিক্ষার সময়ে আনন্দে সময় কাটায় সেই আনন্দে অংশ নিতে আমি বিশেষ আগ্রহী, তিনি বলেন শিক্ষার উন্নয়নে মুখ্যমন্ত্রীর চিন্তা ধারাকে আমরা ছড়িয়ে দিতে চাই। তিনি সমস্ত বিদ্যালয়ে মেয়েদের শৌচালয় নির্মাণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন সাথে সাথে ছাত্র-ছাত্রীদের সুরক্ষার ওপর বিশেষভাবে নজর রাখার আহ্বান জানান। তিনি সকল পড়ুয়াদের উদ্দেশ্যে পড়াশোনায় গুরুত্ব দিয়ে মানুষের মতো মানুষ হওয়ার আহ্বান জানান।

ওই অনুষ্ঠানে ধনিয়াখালীর বিধায়িকা অসীমা পাত্র জানান অনুগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে ৩৫ লক্ষ টাকা ব্যয়ে এই সাইকেল শেডটি নির্মাণ করা হয়েছে। তিনি ছাত্র-ছাত্রীদের উন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান মুখ্যমন্ত্রীর নির্দেশ প্রত্যেক বিধায়ককে তার এলাকায় বছরে দুটি স্কুলের দায়িত্ব নিতে হবে সেখানে যে সমস্ত জিনিসের প্রয়োজন সেগুলি যথা শীঘ্র নির্মাণের ব্যবস্থা করতে হবে আমরা তাই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বিদ্যালয় গুলিতে এই কাজকে ত্বরান্বিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আজকের অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী অভিভাবক সহ বহু মানুষ সমাবেত হন।