শিক্ষার মশাল বহন করে চলেছে লিটল হার্ট অ্যাকাডেমি

সম্প্রতি বাটানগর স্পোর্টস ক্লাবের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় গেলো বাটানগরের অতি পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান লিটল হার্ট অ্যাকাডেমির বার্ষিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী উৎসব। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রিন্সিপাল সর্বানী চক্রবর্তীর ঐকান্তিক প্রচেষ্টায় লিটল হার্ট অ্যাকাডেমি আজ এলাকার গর্বে পরিণত হয়েছে। সদ্য কথা বলতে শেখা শিশু থেকে বালক-বালিকা, কিশোর-কিশোরীরা এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকাদের যত্নে ও শিক্ষাদানে ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে উঠছে। বার্ষিক অনুষ্ঠান মঞ্চে এলাকার বিশিষ্ট শিল্পী, শিক্ষাবিদ ও অনুষ্ঠানে আগত বিশিষ্ট সাহিত্যিক এবং চলচ্চিত্র পরিচালকদের সাথে নিয়ে বিদ্যালয়ের শিক্ষিকারা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। বিশিষ্টজনদের হাতে পুষ্প স্তবক প্রদান করে তাদেরকে বারণ করে নেওয়া হয়। শুরুতে অতিথিবর্গের মধ্যে বেশ কয়েকজন বক্তব্য রাখেন। এক্ষেত্রে বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক নিশীথ সিংহ রায়ের বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আগামীতে বিদ্যালয়ের নাম আরো উজ্বল করে তোলার আবেদনে উপস্থিত সকলেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

বিদ্যালয়ের একদম শিশু শিক্ষার্থীদের নিয়ে পরিবেশিত স্বাগতম নৃত্য শুরুতেই এক সুন্দর মুহূর্ত সৃষ্টি করে। এরপর বিদ্যালয়ের শিক্ষিকা ও শিক্ষকদের দ্বারা পরিবেশিত হয় উদ্বোধনী সংগীত। একের পর এক মনোজ্ঞ অনুষ্ঠান পরিবেশনায় লিটল হার্ট অ্যাকাডেমির বার্ষিক অনুষ্ঠান হয়ে ওঠে বর্ণময়। বোর্ডের বার্ষিক পরীক্ষায় যে সমস্ত কৃতী শিক্ষার্থীরা এবছর স্কুলের মুখোজ্জ্বল করেছে তাদের মধ্যে অন্যতম অমিতেশ কুমার মিশ্র, প্রয়াগ মুখার্জী বা রহিত সাউ উল্লেখযোগ্য। স্কুল এবং অনুষ্ঠান পরিচালনায় যে সমস্ত শিক্ষক-শিক্ষিকা অগ্রণী ভূমিকা গ্রহণ করেন তাঁদের মধ্যে অন্যতম হচ্ছে অংকের শিক্ষক জয় চ্যাটার্জী, ভূগোল শিক্ষিকা সুকন্যা মল্লিক, হিন্দি শিক্ষিকা স্মৃতি মজুমদার, জীবন বিজ্ঞানের শিক্ষিকা সমর্পিতা মজুমদার, ইংরেজির শিক্ষিকা শর্মিতা ঘোষ বা অংকের শিক্ষিকা পারমিতা দত্ত চৌধুরী প্রমুখ। এরপর পুরস্কার বিতরণীর মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করা হয় আগামীতে আরও ভালো ফলাফল করার জন্য। অনুষ্ঠানটিতে শিক্ষিকাদের সকলের সহযোগিতা ও অংশগ্রহণ ছিল সত্যিই প্রশংসনীয়। অনুষ্ঠানের সঞ্চালিকায় মুন্সিয়ানার পরিচয় দেন দোনা জানা।