বুধবারের পর ফের বৃহস্পতিবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে ভর্ৎসিত হতে হল। এবার তাঁকে ভর্ৎসনা করলেন নিম্ন আদালতের বিচারক। বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের জামিন মামলার শুনানি ছিল। বিচার ভবনের বিশেষ সিবিআই আদালতের ১ নম্বর এজলাসে আয়োজিত শুনানিতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে নিম্ন আদালতের বিচারক বলেন, ‘আপনি বেঞ্চ নিয়ে এত ভাবছেন কেন? আপনি শুধু শুধু আদালতের সময় নষ্ট করছেন। কোন আদালতে মামলা থাকবে, সেটা আপনি ঠিক করবেন না।’ পাশাপাশি এদিন শুনানি চলাকালীন বোর্ডের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘আমি কিছু করিনি, যা করেছে বোর্ড করেছে, আমাকে বাঁচান। আর কতদিন আটকে থাকব?’
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে পার্থকে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সাধারণত কলকাতার বিচার ভবনে ইডির মামলা চলে। অপরদিকে সিবিআইয়ের মামলা চলে আলিপুরের কোর্টে। প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থর বিরুদ্ধে ইডি ও সিবিআইয়ের মামলার ধরণ একই রকম হওয়ায় ইডির আবেদন ছিল, সিবিআইয়ের করা মামলাটিরও শুনানি হোক বিচার ভবনে। সেই আবেদন মেনে নেওয়া হয়। বিচার ভবনে একই এজলাসে পার্থর বিরুদ্ধে দুটি মামলারই শুনানি শুরু হয়। পরবর্তীকালে ইডির মামলাটি অন্য এজলাসে চলে যায়। সিবিআইয়ের মামলাও ওই এজলাসে নিয়ে যাওয়ার জন্য বিচার ভবনে আবেদন করা হয় । ইতিমধ্যে পার্থকে গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) করে সিবিআই। সিবিআইয়ের মামলাতেও জামিন চেয়ে বিচার ভবনে আবেদন করেন পার্থ। আদালতের তরফে জানা যায়, বৃহস্পতিবার বিচার ভবনের বিশেষ সিবিআই আদালতের ১ নম্বর এজলাসে জামিনের মামলাটি শোনার আবেদন জানান পার্থের আইনজীবী। তাঁর যুক্তি ছিল, ইডির আর্জি মেনে সিবিআইয়ের মামলাটি অন্য আদালত বা এজলাসে স্থানান্তরিত না হওয়ায় ১ নম্বর এজলাসেই তা শোনা হোক। এরপরই পার্থর আইনজীবীকে ভর্ৎসনা করেন বিচারক।
এদিন ভারচুয়ালি প্রাক্তন শিক্ষামন্ত্রীকে আদালতে পেশ করা হয়। জামিনের আর্জি জানিয়ে এদিন পার্থর আইনজীবী বলেন, ‘মন্ত্রী হিসেবে এই দুর্নীতির সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় যুক্ত নন। তাঁর কোনও ভূমিকা ছিল না। নিয়োগের বিষয় পুরো দেখে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এস বসু রায় সংস্থার সঙ্গেও পার্থ চট্টোপাধ্যায়ের কোনও যোগাযোগ ছিল না।’ এর পরই তিনি বলেন, মক্কেলর বয়স ৭৩ বছর, তিনি অসুস্থ। যে কোনও শর্তে তাঁকে জামিন দেওয়া হোক। অপরদিকে ফের পার্থর জামিনের বিরোধিতা করে সিবিআই। শুনানি চলাকালীন পার্থ দাবি করেন, ‘আমি কিছু করিনি। বোর্ড করেছে। আমাকে বাঁচান।’
উল্লেখ্য, বুধবার সুপ্রিম কোর্টে প্রাক্তন শিক্ষারমন্ত্রীর জামিনের মামলার শুনানিতেও দুই বিচারপতির বেঞ্চ পার্থকে ভর্ৎসনা করে৷ তাঁকে ‘আপাত দুর্নীতিগ্রস্ত ব্যক্তি’ বলে উল্লেখ করেন৷ বৃহস্পতিবার ফের একবার পার্থর আইনজীবীকে আদালতে ভর্ৎসনা করা হল।