রাজ্য সরকারের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে ২০২৫ থেকে ডাব্লুবিসিএস পরীক্ষার সিলেবাস পরিবর্তন হতে চলেছে। ফলে, প্রস্তাবিত নতুন সিলেবাস অনুযায়ী প্রিলি ও মেন পরীক্ষাতে বেশকিছু রদবদল হতে চলেছে। বর্তমানে প্রিলি পরীক্ষাতে ২০০ নম্বরের একটি এমসিকিউ ভিত্তিক পেপার থাকত। এবারে তা পরিবর্তিত হয়ে ৪০০ নম্বরের হবে। প্রশ্নপত্রের সংখ্যা হবে দুটি। জেনারেল স্টাডিজ ১ এবং জেনারেল স্টাডিজ ২। এ বছর থেকে যারা পরীক্ষায় বসবেন, তাদেরকে আরও বেশ কিছু নতুন বিষয়ে জানতে হবে। “পশ্চিমবঙ্গের ঐতিহ্য এবং সংস্কৃতির” বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।
সিলেবাস পরিবর্তনকে মাথায় রেখে ম্যাকগ্রহিল ইন্ডিয়া প্রকাশনী ডব্লুবিসিএসের “জেনারেল স্টাডিজ ম্যানুয়াল”-এর নবম সংস্করণ প্রকাশ করেছে। বইটির লেখক নীতিন সিংহানিয়া আমাদের রাজ্যেরই একজন প্রশাসক। বর্তমানে তিনি মালদার জেলাশাসক হিসেবে কর্মরত।
যেহেতু, এই বিশেষ পরীক্ষার্থীদের একাধিক বিষয়ের উপর একাধিক বই পড়তে হয়, তাই পরীক্ষার্থীরা প্রাথমিকভাবে বিভ্রান্ত হয়ে পড়েন। এই বইটির একটি গুণগত মান হল— ডাব্লুবিসিএস প্রিলি ও মেন পরীক্ষার সমস্ত সিলেবাসটাই একটি বইয়ের মধ্যে গ্রন্থিত হয়েছে। যেমন, বিষয় হিসেবে রয়েছে – বিভিন্ন সরকারি প্রকল্প, ভারতের ইতিহাস, ভারতের জাতীয় আন্দোলন, ভারতীয় কলা ও সংস্কৃতি, ভারতীয় রাষ্ট্রশাসন ব্যবস্থা, পশ্চিমবঙ্গের ভূগোল, পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগসমূহ, ভারতীয় অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তিগত অগ্রগতি। এর সঙ্গে এই সংস্করণের নতুন একটি বিষয় যথা “পশ্চিমবঙ্গের ঐতিহ্য ও সংস্কৃতি” সংযোজিত হয়েছে। ফলে বইটি একেবারেই পরীক্ষার্থীদের জন্য উপযুক্ত হবে বলে মনে করি। বইটির আরেকটি বিশেষ গুণ হল পরীক্ষার্থীদের সুবিধার জন্য বিষয়গুলিকে সংক্ষিপ্ত আকারে এবং মনে রাখার মতন করে চিত্রিত করা রয়েছে। ফলে সাধারণ পরীক্ষার্থীরাও ডাবলুবিসিএস এর এই বিশাল সিলেবাসকে সহজেই করায়ত্ত করতে পারবেন। বইটির বাঁধাই এবং পাতার গুণগতমান যথেষ্ট উন্নত।
লেখক নিজে একজন আইএএস অফিসার অর্থাৎ সিভিল সার্ভেন্ট হওয়ার কারণে, নিজের অভিজ্ঞতাকে পরীক্ষার্থীদের উপযোগী করে তোলার মাধ্যমে কঠিন বিষয়গুলিকে সহজবোধ্যভাবে উপস্থাপিত করেছেন। যা এই বইয়ের পাঠকের কাছে কদর আরও বাড়িয়ে তোলে। বইটি পড়ে, নিশ্চিতভাবে বলতে পারি শুধুমাত্র ডাব্লুবিসিএস নয়, রাজ্যের এবং কেন্দ্রের অন্যান্য পরীক্ষাতেও এই বই কাজে আসতে পারে। পৃথকভাবে বাংলা ও ইংরেজিতে উপলব্ধ। দাম তেরশো টাকার কাছাকাছি হলেও কলেজস্ট্রিটের বইপাড়া থেকে কিনলে ২৫ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে।
লেখক: নীতিন সিংহানিয়া, আইএএস, জেলাশাসক মালদা। প্রকাশনী: ম্যাকগ্রহিল ইন্ডিয়া।