অভিষেক রায়, খড়গপুর, ১৩ জুন– খড়্গপুর আইআইটির ডেপুটি ডিরেক্টর হলেন অধ্যাপক রিন্টু ব্যানার্জি। তিনি আইআইটি প্রথম মহিলা ডেপুটি ডিরেক্টর। বর্তমানে তিনি পি কে সিনহা সেন্টার ফর বায়ো এনার্জি এন্ড রিনিউবেল-এর চেয়ারম্যান। এর আগে তিনি রুরাল ডেভেলপমেন্ট ইনোভেটিভ এন্ড সাসটেনেবল টেকনোলজি বিভাগ এবং খড়গপুর আইআইটি-র এগ্রিকালচারাল এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান পদে কাজ করেছেন। গত তিন বছর ধরে তিনি ওই দুটি পদে ছিলেন। অধ্যাপক ব্যানার্জি খড়্গপুর আইআইটি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে মাইক্রোবিয়াল বায়োটেকনোলজিতে পিএইচডি প্রাপ্ত। তিনি সবসময়ই শিক্ষার সঙ্গে শিল্পের সংমিশ্রণে গবেষণার কাজ করার পক্ষপাতী। তার বহু গবেষণার সুফল শিল্পক্ষেত্রে গৃহীত হয়েছে। তিনি বহু জাতীয় এবং আন্তর্জাতিক পেটেন্টেরও অধিকারী। সম্প্রতি অধ্যাপক ব্যানার্জির ওয়ান জি এবং টুজি ইথানল টেকনোলজি শিল্পে সাফল্যের সঙ্গে ব্যবহৃত হয়েছে বলে আইআইটি সূত্রের খবর। এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি এবং প্লান্ট বায়োটেকনোলজির উপরে তার দুটি বইও রয়েছে। একাধিক সরকারি, বেসরকারি এবং শিল্প সংস্থার প্রকল্পের সঙ্গেও তিনি যুক্ত রয়েছেন। ভিজিটিং প্রফেসর এবং বিজ্ঞান সম্পর্কিত কাজের জন্য তিনি বহু দেশে সফর করেছেন।