(পর্ব – ৯)
বিদেশে বসবাসকারী ভারতীয় (এনআরআই)
* একজন এনআরআই হলেন একজন ভারতীয় নাগরিক যিনি কর্মসংস্থান, ব্যবসা বা অন্যান্য কারণে একটি অর্থনৈতিক বছরে ১৮২ দিনের বেশি সময় ধরে ভারতের বাইরে বসবাস করছেন।
* এনআরআই হিসেবে শ্রেণিবদ্ধ হওয়ার জন্য যোগ্যতা হল – ভারতীয় পাসপোর্ট ধারণ করা এবং বিদেশে অবস্থানের ভিত্তিতে আবাসিকতা বজায় রাখা।
* তাঁরা বিভিন্ন আর্থিক সুবিধার জন্য অধিকার পেতে পারেন। যেমন ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ভারতের মধ্যে সম্পত্তি ক্রয়ের জন্য ঋণ নেওয়া, ইত্যাদি।
* তাঁদের ভারতের মধ্যে সম্পত্তির অধিকার, স্থানান্তরযোগ্য এবং অস্থাবর সম্পদ উত্তরাধিকার এবং ভারতীয়-ব্যবসায় বিনিয়োগ করার অধিকার রয়েছে।
* তাঁরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। প্রক্সির মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পান এবং নির্দিষ্ট আয়ের উৎসে ছাড়সহ বিভিন্ন কর সুবিধা উপভোগ করেন।
বিদেশি ভারতীয় (ওসিআই)
যোগ্যতা
* পূর্ববর্তী ভারতীয় নাগরিক, যাঁরা অন্য দেশের নাগরিকত্ব অর্জন করেছেন।
* ভারতীয় নাগরিকদের চতুর্থ প্রজন্ম পর্যন্ত বংশধরেরা।
* যাঁর মাতা-পিতা বা ঠাকুরদা-ঠাকুমা ভারতীয় নাগরিক ছিলেন, এমন বিদেশি নাগরিকেরা।
* ভারতীয় নাগরিক বা ওসিআই-কার্ডধারীর জীবনসঙ্গী, যাঁরা অন্তত দুই বছর বিয়ে করেছেন।
* যাঁদের কাছে সেই দেশের পাসপোর্ট রয়েছে, যা ভারতের ওসিআই নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দ্বৈত-নাগরিকত্বের অনুমতি দেয়।
* আবেদনকারী অবশ্যই কখনও পাকিস্তান বা বাংলাদেশর নাগরিক যেন না হন।
সুবিধা
* ওসিআই-কার্ডধারীরা টুরিজম এবং অন্যান্য উদ্দেশ্যে ভারতে আজীবন ভিসা-মুক্ত ভ্রমণের সুবিধা উপভোগ করেন।
* তাঁরা ভারতের মধ্যে একটি দীর্ঘ সময়ের জন্য থাকার সুযোগ পান। সময়সীমার কোনও ঊর্ধ্বসীমা ছাড়াই।
* ওসিআই-কার্ডধারীদের ভারতে সম্পত্তি অধিকার এবং পরিচালনার অধিকার রয়েছে, কিন্তু কৃষি জমির ক্ষেত্রে নয়।
* তাঁরা শিক্ষামূলক প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন। ভারতীয় নাগরিকদের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের সুযোগ পান।
* ওসিআই-কার্ডধারীরা অর্থনৈতিক এবং বিভিন্ন আর্থিক সুবিধা পাওয়ার যোগ্য। যেমন ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং ভারতের মধ্যে বিনিয়োগ করা, ইত্যাদি।
* ভারতীয় সরকারি পরিষেবা এবং স্কিমগুলিতে সহজতর প্রবেশাধিকার রয়েছে তাঁদের।
ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি (পিআইও)
কারা যোগ্য
পিআইও ব্যবস্থাটি চালু হয় ১৯/০৮/২০০২ ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক দ্বারা ঘোষিত নিয়ম অনুযায়ী। যে কোনও বিদেশি নাগরিক –
* যিনি যে কোনও সময় ভারতীয় পাসপোর্ট ধারণ করেছেন; বা
* তিনি বা তাঁর যে কোনও একজন পিতা-মাতা, দাদু-দিদিমা, বা প্রপিতামহ-প্রমাতামহী ভারতের নাগরিকত্ব আইন, ১৯৩৫ অনুসারে ভারতে জন্মগ্রহণ করেছেন এবং স্থায়ীভাবে বসবাস করেছেন এবং যদি তাঁরা কখনও আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, চিন, নেপাল, পাকিস্তান বা শ্রীলঙ্কার নাগরিক না হন; বা
* তিনি ভারতের নাগরিক বা উপরোক্তভাবে উল্লেখিত ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির সহধর্মী (স্বামী অথবা স্ত্রী)।
আবেদন ফি কত
প্রাপ্তবয়স্কদের জন্য ১৫,০০০ টাকা। ১৮ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য ৭,৫০০ টাকা।
কোন দেশের নাগরিকরা যোগ্য
আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, চিন, নেপাল, পাকিস্তান, এবং শ্রীলঙ্কা বাদে সমস্ত দেশের নাগরিকেরা পিআইও হওয়ার যোগ্য ।
কোন সুবিধাগুলি পাওয়া যাবে
* ভারতে ভ্রমণের জন্য আলাদা কোনও ভিসার প্রয়োজন হবে না।
* যদি কোনও ‘পিআইও-ব্যাক্তি’ ভারতে একটানা অনধিক ১৮০ দিন বসবাস করেন, সে ক্ষেত্রে কোনও নিবন্ধনের প্রয়োজন হবে না।
* যদি তিনি ভারতে একটানা ১৮০ দিনের বেশি থাকেন, তবে তাঁকে ১৮০ দিনের মেয়াদোত্তীর্ণের ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট বিদেশি আঞ্চলিক নিবন্ধন অফিস (FRRO) বা বিদেশি নিবন্ধন অফিস (FRO)-এ নিবন্ধন করতে হবে।
ভারতে এনআরআই, ওসিআই এবং পিআইওদের ভোটাধিকার
এনআরআই
* এনআরআইরা ভারতীয় নির্বাচনে ভোট দিতে পারেন। তবে নির্বাচনের সময় তাঁদের নির্বাচনী অঞ্চলে শারীরিকভাবে উপস্থিত থাকতে হবে। তাঁরা যদি একজন প্রতিনিধি নিয়োগ করেন, তবে প্রাক্সি ভোটের মাধ্যমেও ভোট দিতে পারেন।
ওসিআই
* তাঁদের ভারতে ভোট দেওয়ার অধিকার নেই। তাঁরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না বা রাজনৈতিক অফিসে অধিকারী হতে পারেন না, কারণ ওসিআই স্ট্যাটাস পূর্ণ-নাগরিকত্বের অধিকার প্রদান করে না।
পিআইও
* তাঁদের ভারতে ভোট দেওয়ার অধিকার নেই। ওসিআইদের মতোই, তাঁরা ভোট দিতে বা ভারতীয় নির্বাচনে রাজনৈতিক পদে অধিকারী হতে পারেন না।
গ্রন্থ সহায়তা: ইন্ডিয়ান পলিটি; লেখক – এম লক্ষ্মকান্ত, ম্যাকগ্রহিল ইন্ডিয়া প্রকাশনী।
বহু-বৈকল্পিক নির্বাচনী প্রশ্ন (MCQ)
১) পিআইও-এর পূর্ণরূপ কী?
ক) ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি।
খ) স্থায়ী ভারতীয় অফিস।
গ) বিদেশি ভারতীয় জনগণ।
ঘ) উপরের কোনওটি নয়।
২) নিম্নলিখিত কোন সুবিধা ওসিআই-কার্ডধারীদের জন্য উপলব্ধ নয়?
ক) ভারতের নির্বাচনে ভোট দেওয়ার অধিকার।
খ) ভারতের জন্য ভিসা-মুক্ত ভ্রমণ।
গ) ভারতের মধ্যে সম্পত্তি অধিকার (কৃষি জমি বাদে)।
ঘ) ভারতীয় নাগরিকদের সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশাধিকার।
৩) এনআরআই হিসেবে শ্রেণিবদ্ধ হতে, একটি আর্থিক বছরে ভারতীয় নাগরিককে কতদিন বিদেশে থাকতে হবে?
ক) ৯০ দিন।
খ) ১৮২ দিন।
গ) ২৪০ দিন।
ঘ) ৩৬৫ দিন।
৪) নিম্নলিখিত কাঁদের ভারতীয় নির্বাচনে ভোট দেওয়ার অধিকার আছে?
ক) ওসিআই-কার্ডধারী।
খ) পিআইও-কার্ডধারী।
গ) এনআরআই।
ঘ) উপরের সবাই।
৫) এনআরআইদের জন্য নীচের কোন সুবিধা বিশেষ ভাবে উপলব্ধ?
ক) ভারতের নির্বাচনে ভোট দেওয়া।
খ) দ্বৈত নাগরিকত্ব।
গ) এনআরআই ব্যাংক অ্যাকাউন্ট খোলা।
ঘ) রাজনৈতিক অফিসে অধিকার।
৬) নিম্নলিখিত কোন শ্রেণি ভারতের মধ্যে সম্পত্তি উত্তরাধিকার করতে পারেন?
ক) পিআইও-কার্ডধারীরা।
খ) ওসিআই-কার্ডধারীরা।
গ) এনআরআই-রা
ঘ) উপরের সবাই।
৭) পিআইও কার্ডটি নীচের কোন কার্ডের সাথে একত্রিত করা হয়েছে?
ক) এনআরআই কার্ড।
খ) ওসিআই কার্ড।
গ) ভারতীয় পাসপোর্ট।
ঘ) উপরের কোনওটি নয়।
৮) কোন ব্যক্তি ওসিআই স্ট্যাটাসের জন্য যোগ্য নয়?
ক) পূর্ববর্তী ভারতীয় নাগরিক।
খ) ভারতীয় নাগরিকদের জীবনসঙ্গী।
গ) পাকিস্তান বা বাংলাদেশের নাগরিক।
ঘ) ভারতীয় নাগরিকদের বংশধর।
৯) ওসিআই কার্ডধারীরা নিম্নলিখিত কোন ক্ষেত্রে জড়িত হতে পারেন?
ক) ভারতের নির্বাচনে ভোট দেওয়া।
খ) ভারতের মধ্যে ব্যবসার সুযোগ।
গ) রাজনৈতিক দলের কর্মকর্তা হওয়া।
ঘ) ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করা।
১০) কোন শব্দটি বিদেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের নির্দেশ করে?
ক) পিআইও।
খ) ওসিআই।
গ) এনআরআই।
ঘ) উপরের সবকটি।
(এম সি কিউ ধরনের নমুনা প্রশ্নপত্রের উত্তর থাকবে আগামী সংখ্যায়। গত অষ্টম পর্বের উত্তর নীচে দেওয়া হল। এই প্রস্তুতিপর্ব তোমাদের কেমন লাগছে, আরও কী কী বিষয়ে জানতে চাও – আমাদের ইমেল করে জানাও। Email: dasakishor@gmail.com)
গত সপ্তাহের উত্তর
১) খ) নাগরিকত্ব আইন, ১৯৫৫; ২) খ) পূর্ণবয়স এবং সক্ষম থাকা; ৩) ঘ) বাতিল; ৪) খ) যদি তাদের অবস্থান ১৮০ দিনের কম হয়; ৫)গ) ভারতীয় ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিক; ৬)ঘ) ১৫,০০০ টাকা; ৭) খ) বিদেশিদের আঞ্চলিক নিবন্ধন অফিসে (FRRO) নিবন্ধন করতে হবে এবং ৮) খ) নিবন্ধন বা স্বাভাবিকীকরণের পাঁচ বছরের মধ্যে বিদেশে দুই বছরের জন্য বন্দী হওয়া।